Ajker Patrika

কমলগঞ্জে শীতকালীন সবজি তোলার ধুম

আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ১৩: ৪৩
কমলগঞ্জে শীতকালীন সবজি তোলার ধুম

মৌলভীবাজারের কমলগঞ্জে শীতকালীন ফসল তোলা শুরু করেছেন কৃষকেরা। বোরো ধান রোপণের পাশাপাশি কৃষকেরা রবি ফসল উৎপাদন করে বাজারজাত করছেন। বিশেষ করে আলু, টমেটো, ফুলকপি ও বাঁধাকপি, মুলা এখান থেকে দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করা হয়।

কৃষকেরা জানান, মাঘের তীব্র শীত উপেক্ষা করে সকাল থেকে সবজি তোলা শুরু করেন তাঁরা। শীতকালের শুরুতে বীজ রোপণ করা হলেও পরবর্তী গ্রীষ্মকালের আগেই এ ফসল ঘরে তোলা হয়। প্রতি বছর পৌষের শেষ এবং মাঘের শুরুর দিকে এ উপজেলায় সবজি সংগ্রহের ধুম পড়ে। এবার রবি ফসলের ফলন ভালো হয়েছে। বাজারে ভালো দাম পাচ্ছেন কৃষকেরা।

উপজেলার পতনঊষারের কৃষক আব্দুর নূর জানান, মৌসুমের শুরুতে আগাম আলু, ফরাস বিচি, বেগুন, টমেটো চাষ করেছেন। প্রায় এক মাস ধরে বেগুন ও টমেটো বাজারে বিক্রি করছেন। এখন বাজারে ফরাস বিচি ও নতুন দেশি আলুর দাম বেশি থাকায় আগাম বিক্রি করছেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে এ উপজেলায় ১ হাজার ৫৮০ হেক্টর জমিতে রবি ফসল ও ৫২৫ হেক্টর জমিতে দেশি আলু চাষ হয়েছে। মৌসুমের শুরু থেকে গ্রীষ্মকাল আসার আগ পর্যন্ত কৃষকেরা সবজি বিক্রি করবেন। বাজারে সবজির চাহিদা থাকায় দামও বেশি পাচ্ছেন চাষিরা।

উপজেলার শমশেরনগর ইউনিয়নের কৃষক আবুল কাশেম বলেন, ‘এবার দুই একর জমিতে সবজি চাষ করেছি। মৌসুমের শুরু থেকেই বেশি দামে টমেটো বিক্রি করেছি। বাজারে এখন দেশি জাতের আলুর চাহিদা থাকায় আগাম বিক্রি করছি।’

কৃষক হেলাল মিয়া বলেন, ‘মৌসুমের শুরুতে পাইকারি দরে টমেটো ১০০ থেকে ১২০ টাকা কেজি বিক্রি করেছি। এখন দেশি আলু ৩৫ থেকে ৪৫ টাকা বিক্রি করছি। আগাম রবি ফসল চাষ করায় বাজারে সবার আগে সবজি বিক্রি করতে পেরেছি।’

শহীদনগর বাজারের সবজি ব্যবসায়ী মুহিত মিয়া বলেন, ‘বাজারে নতুন সবজির চাহিদা বরাবরই বেশি থাকে। দাম বেশি হলেও ক্রেতারা নতুন সবজি কেনেন। দামও ভালো পাওয়া যায়।’

উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান বলেন, ‘এই উপজেলার সবজি দেশের বিভিন্ন স্থানে বিক্রি হয়। শীতকালীন আগাম সবজি চাষে কৃষকেরা বেশি লাভবান হন। মৌসুমের শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে প্রচুর পরিমাণে সবজি বাজারে তোলা যাবে। আমাদের পক্ষ থেকে কৃষকদের সব সময় পরামর্শ ও সহযোগিতা দেওয়া হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত