রনিলের হাতে কোনো ম্যাজিক নেই
কোনো ইশতেহার, নির্বাচনী ওয়াদা কিংবা জনগণের ভোট ছাড়াই সমস্যা-জর্জরিত শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হয়েছেন রনিল বিক্রমাসিংহে। ২১ জুলাই শপথ নেন তিনি। পেরিয়ে গেছে এক সপ্তাহ। স্কুল খুলে দেওয়া (সপ্তাহে তিন দিনের জন্য), রাজধানীসহ আশপাশে নির্দিষ্ট কিছু এলাকায় বাসাবাড়িতে রান্নার গ্যাস সরবরাহ শুরু করা ছাড়া তেমন বলার