রাশেদ নিজাম, কলম্বো থেকে
শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে প্রেসিডেন্ট অফিসের বাইরে অবস্থানরত বিক্ষোভকারীদের সরিয়ে দিয়েছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে সরকারবিরোধী বিক্ষোভকারীদের সরাতে এ অভিযান চালানো হয়। প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে শপথ নেওয়ার পরপরই এ অভিযান চালানো হলো।
বিক্ষোভস্থল থেকে অনেককেই গ্রেপ্তার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে কতজনকে গ্রেপ্তার করা হয়েছে সেই সংখ্যা জানা যায়নি। যেসব তাঁবুতে বিক্ষোভকারীরা অবস্থান করছিল, সেগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
অভিযান চালানোর সময় বিবিসির এক সাংবাদিককে মারধর করেন সেনা সদস্যরা। ফোন কেড়ে নিয়ে ভিডিও মুছে ফেলা হয়।
প্রত্যক্ষদর্শী একজন জানান, নিরাপত্তাবাহিনীর শতাধিক সদস্য ছোট ছোট দলে ভাগ হয়ে অভিযানে অংশ নেন। তাঁরা অনেককে গ্রেপ্তার করেন এবং প্রায় চার মাস ধরে সেখানে তৈরি করা তাঁবুগুলো গুঁড়িয়ে দেন।
এর আগে কুমার নামে এক বিক্ষোভকারী আজকের পত্রিকাকে বলেন, রাতটা অনেক কঠিন হতে পারে।
এদিকে জনজীবন স্বাভাবিক রাখতে গতকাল বৃহস্পতিবার নতুন আদেশ দিয়েছেন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। তাঁর স্বাক্ষর করা গেজেটে সারা দেশে সামরিক বাহিনীকে পাবলিক অর্ডার (স্বাভাবিক অবস্থা) বজায় রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়।
শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে প্রেসিডেন্ট অফিসের বাইরে অবস্থানরত বিক্ষোভকারীদের সরিয়ে দিয়েছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে সরকারবিরোধী বিক্ষোভকারীদের সরাতে এ অভিযান চালানো হয়। প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে শপথ নেওয়ার পরপরই এ অভিযান চালানো হলো।
বিক্ষোভস্থল থেকে অনেককেই গ্রেপ্তার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে কতজনকে গ্রেপ্তার করা হয়েছে সেই সংখ্যা জানা যায়নি। যেসব তাঁবুতে বিক্ষোভকারীরা অবস্থান করছিল, সেগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
অভিযান চালানোর সময় বিবিসির এক সাংবাদিককে মারধর করেন সেনা সদস্যরা। ফোন কেড়ে নিয়ে ভিডিও মুছে ফেলা হয়।
প্রত্যক্ষদর্শী একজন জানান, নিরাপত্তাবাহিনীর শতাধিক সদস্য ছোট ছোট দলে ভাগ হয়ে অভিযানে অংশ নেন। তাঁরা অনেককে গ্রেপ্তার করেন এবং প্রায় চার মাস ধরে সেখানে তৈরি করা তাঁবুগুলো গুঁড়িয়ে দেন।
এর আগে কুমার নামে এক বিক্ষোভকারী আজকের পত্রিকাকে বলেন, রাতটা অনেক কঠিন হতে পারে।
এদিকে জনজীবন স্বাভাবিক রাখতে গতকাল বৃহস্পতিবার নতুন আদেশ দিয়েছেন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। তাঁর স্বাক্ষর করা গেজেটে সারা দেশে সামরিক বাহিনীকে পাবলিক অর্ডার (স্বাভাবিক অবস্থা) বজায় রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়।
গত ১২ বছরেরও বেশি সময় ধরে খেমকাকে মূলত ‘লো–প্রোফাইল’ বা কম গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত দপ্তরগুলোতেই পদায়ন করা হয়েছে। কর্মজীবনে তিনি চারবার শুধু রাজ্য সরকারের আর্কাইভস দপ্তরেই কাজ করেছে। চারবারের তিনবারই বিজেপি নেতৃত্বাধীন সরকারের আমলে।
২০ মিনিট আগেজম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত এবং পাকিস্তান পাল্টাপাল্টি কঠোর পদক্ষেপ নিয়েছে। দুই দেশের বাণিজ্য বন্ধ। কূটনীতিকদের প্রত্যাহার করা হয়েছে। সিন্দু পানি বণ্টন চুক্তি স্থগিত করেছে ভারত, অপর দিকে সিমলা চুক্তি স্থগিত করেছে পাকিস্তান।
২ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যাথলিক ধর্মের সর্বোচ্চ ধর্মগুরু পোপ হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করেছেন। তিনি বলেছেন, ‘আমি পোপ হতে চাই।’ এই পর্যন্ত ঠিক আছে। বক্তব্য দেখে ঘাবড়ে যাবেন না। ট্রাম্প আন্তরিকভাবে এই আকাঙ্ক্ষা পোষণ করেননি, রসিকতার ছলেই তিনি এই আকাঙ্ক্ষা পোষণ করেন।
২ ঘণ্টা আগেগতকাল মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টায় কলকাতার বড়বাজারের মেছুয়া ফলপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের অন্তত ১০টি ইউনিটের ৮ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আনন্দবাজারের সকাল ৭টার প্রতিবেদনে জানানো হয়েছে, তখনো আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি।
৩ ঘণ্টা আগে