নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, ‘কঠিন সময়ে জাতির পিতার কন্যা শেখ হাসিনা চেষ্টা করছেন। এর মধ্যে অনেকেই খুশি হয়ে বলছেন, বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে। এরাই মানুষ পুড়িয়ে মারে আন্দোলনের নামে।’ আজ বুধবার নারায়ণগঞ্জে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বুধবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া টাউন হলে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলা-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন শামীম ওসমান।
প্রধান অতিথির বক্তব্যে শামীম ওসমান বলেন, ‘অনেকেই খুশি হয়ে বলছেন, বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে। এরাই মানুষ পুড়িয়ে মারে আন্দোলনের নামে। এরা আবার রাজনীতি করেন। বাংলাদেশ যদি শ্রীলঙ্কা হয় মানুষ হিসেবে তো খুশি হওয়ার কথা না, কষ্ট পাওয়া কথা। কিন্তু এরা খুশি হয়। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আজ ইউরোপে গ্যাসের সমস্যা হবে। ডলারের মার্কেট রেট বেড়ে গিয়ে ১১২ টাকা হয়েছে। বাংলাদেশ তো গ্রোয়িং আপ কান্ট্রি। যেখানে উন্নত দেশগুলোর কাহিল অবস্থা, সেখানে প্রধানমন্ত্রী সবকিছু সামাল দিচ্ছেন।’
খাদ্যসংকট হবে না উল্লেখ করে এই সংসদ সদস্য বলেন, ‘আমরা চাল উৎপাদন করি। এ কারণে হয়তো আমাদের খাদ্যের সংকট হবে না। গম পৃথিবীর কোথাও পাওয়া যাচ্ছে না, ভুট্টা পাওয়া যাচ্ছে না। ধনী দেশগুলো আগে থেকে (এগুলো) তাদের রিজার্ভে নিয়ে নিচ্ছে। গম-ভুট্টা দিয়ে আমাদের গো-খাদ্য, ডেইরি, পোলট্রি চলে। গম যদি না আসে, কিংবা মূল্য যদি বেড়ে যায়; ভুট্টার মূল্য যদি বেড়ে যায়, তাহলে গরুর দুধ, ডিম, মাছ-মাংসের দাম বেড়ে যাবে। সুতরাং আমাদের সম্পদের সদ্ব্যবহার করা উচিত। আমাদের কোনো কিছু অপচয় করা উচিত না।’
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, ‘কঠিন সময়ে জাতির পিতার কন্যা শেখ হাসিনা চেষ্টা করছেন। এর মধ্যে অনেকেই খুশি হয়ে বলছেন, বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে। এরাই মানুষ পুড়িয়ে মারে আন্দোলনের নামে।’ আজ বুধবার নারায়ণগঞ্জে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বুধবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া টাউন হলে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলা-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন শামীম ওসমান।
প্রধান অতিথির বক্তব্যে শামীম ওসমান বলেন, ‘অনেকেই খুশি হয়ে বলছেন, বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে। এরাই মানুষ পুড়িয়ে মারে আন্দোলনের নামে। এরা আবার রাজনীতি করেন। বাংলাদেশ যদি শ্রীলঙ্কা হয় মানুষ হিসেবে তো খুশি হওয়ার কথা না, কষ্ট পাওয়া কথা। কিন্তু এরা খুশি হয়। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আজ ইউরোপে গ্যাসের সমস্যা হবে। ডলারের মার্কেট রেট বেড়ে গিয়ে ১১২ টাকা হয়েছে। বাংলাদেশ তো গ্রোয়িং আপ কান্ট্রি। যেখানে উন্নত দেশগুলোর কাহিল অবস্থা, সেখানে প্রধানমন্ত্রী সবকিছু সামাল দিচ্ছেন।’
খাদ্যসংকট হবে না উল্লেখ করে এই সংসদ সদস্য বলেন, ‘আমরা চাল উৎপাদন করি। এ কারণে হয়তো আমাদের খাদ্যের সংকট হবে না। গম পৃথিবীর কোথাও পাওয়া যাচ্ছে না, ভুট্টা পাওয়া যাচ্ছে না। ধনী দেশগুলো আগে থেকে (এগুলো) তাদের রিজার্ভে নিয়ে নিচ্ছে। গম-ভুট্টা দিয়ে আমাদের গো-খাদ্য, ডেইরি, পোলট্রি চলে। গম যদি না আসে, কিংবা মূল্য যদি বেড়ে যায়; ভুট্টার মূল্য যদি বেড়ে যায়, তাহলে গরুর দুধ, ডিম, মাছ-মাংসের দাম বেড়ে যাবে। সুতরাং আমাদের সম্পদের সদ্ব্যবহার করা উচিত। আমাদের কোনো কিছু অপচয় করা উচিত না।’
টানা বৃষ্টি আর উজানের ঢলে পদ্মা নদীতে বৃদ্ধি পাচ্ছে পানি। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চল ডুবে পানিবন্দী হয়ে পড়েছে পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলের সাড়ে ৬ হাজার পরিবার। অন্যদিকে কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরের নিম্নাঞ্চলের আবাদি জমি ও চলাচলের রাস্তা ডুবে গেছে। ইতিমধ্যে রামকৃষ্ণপুর
৮ মিনিট আগেরংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে শ্বশুর রূপলাল দাস (৪৫) ও জামাই প্রদীপ লালের (৩৫) প্রাণহানির পেছনে আইনশৃঙ্খলাহীনতাকে দুষছেন স্থানীয় লোকজন। তাঁরা বলছেন, গত কয়েক দিনের চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট অপরাধের কারণে স্থানীয় জনতার ভেতর মবের মনোভাব তৈরি হয়েছে। পাশাপাশি পুলিশও সেভাবে তৎপর নয়। এসব কারণেই শ্
১৫ মিনিট আগেশেরপুরের গারো পাহাড়ে মানুষের বিচরণ বাড়ার পাশাপাশি কমতে শুরু করেছে বন-জঙ্গল। এতে সেখানে বন্য হাতির জীবন সংকটে পড়েছে। প্রায়ই নানা ঘটনায় প্রাণ হারিয়ে গারো পাহাড় থেকে বিলুপ্তের পথে বিশালাকৃতির এই প্রাণী। এদিকে হাতি-মানুষের দ্বন্দ্বে প্রাণ হারাচ্ছে মানুষও। গত ৩০ বছরে শেরপুরে হাতি-মানুষের দ্বন্দ্বে জেলায়
১৯ মিনিট আগে২০২০ সালের ২৪ নভেম্বর একনেক সভায় পাস হয় যশোর-ঝিনাইদহ মহাসড়কের ৪৭ দশমিক ৪৮ কিলোমিটার সড়ক ছয় লেনে উন্নীতকরণের প্রকল্প। ৪ হাজার ১৮৭ কোটি ৭০ লাখ টাকার এ প্রকল্পের মেয়াদ নির্ধারিত হয় ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের ডিসেম্বর। কিন্তু ভূমি অধিগ্রহণ জটিলতায় বাড়ানো হয়েছে প্রকল্পের মেয়াদ ও মূল্য।
২৩ মিনিট আগে