Ajker Patrika

বাংলাদেশ শ্রীলঙ্কা হবে বলা লোকেরাই মানুষ পুড়িয়ে মারে: শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশ শ্রীলঙ্কা হবে বলা লোকেরাই মানুষ পুড়িয়ে মারে: শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, ‘কঠিন সময়ে জাতির পিতার কন্যা শেখ হাসিনা চেষ্টা করছেন। এর মধ্যে অনেকেই খুশি হয়ে বলছেন, বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে। এরাই মানুষ পুড়িয়ে মারে আন্দোলনের নামে।’ আজ বুধবার নারায়ণগঞ্জে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

বুধবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া টাউন হলে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলা-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন শামীম ওসমান। 

প্রধান অতিথির বক্তব্যে শামীম ওসমান বলেন, ‘অনেকেই খুশি হয়ে বলছেন, বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে। এরাই মানুষ পুড়িয়ে মারে আন্দোলনের নামে। এরা আবার রাজনীতি করেন। বাংলাদেশ যদি শ্রীলঙ্কা হয় মানুষ হিসেবে তো খুশি হওয়ার কথা না, কষ্ট পাওয়া কথা। কিন্তু এরা খুশি হয়। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আজ ইউরোপে গ্যাসের সমস্যা হবে। ডলারের মার্কেট রেট বেড়ে গিয়ে ১১২ টাকা হয়েছে। বাংলাদেশ তো গ্রোয়িং আপ কান্ট্রি। যেখানে উন্নত দেশগুলোর কাহিল অবস্থা, সেখানে প্রধানমন্ত্রী সবকিছু সামাল দিচ্ছেন।’ 

খাদ্যসংকট হবে না উল্লেখ করে এই সংসদ সদস্য বলেন, ‘আমরা চাল উৎপাদন করি। এ কারণে হয়তো আমাদের খাদ্যের সংকট হবে না। গম পৃথিবীর কোথাও পাওয়া যাচ্ছে না, ভুট্টা পাওয়া যাচ্ছে না। ধনী দেশগুলো আগে থেকে (এগুলো) তাদের রিজার্ভে নিয়ে নিচ্ছে। গম-ভুট্টা দিয়ে আমাদের গো-খাদ্য, ডেইরি, পোলট্রি চলে। গম যদি না আসে, কিংবা মূল্য যদি বেড়ে যায়; ভুট্টার মূল্য যদি বেড়ে যায়, তাহলে গরুর দুধ, ডিম, মাছ-মাংসের দাম বেড়ে যাবে। সুতরাং আমাদের সম্পদের সদ্ব্যবহার করা উচিত। আমাদের কোনো কিছু অপচয় করা উচিত না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত