তবে কি সেরেনা–যুগ শেষ
নারীদের টেনিসে একক আধিপত্য যেন বিলুপ্তির পথে। উইম্বলডনে গত সাত বছরে ভিন্ন ভিন্ন ছয় চ্যাম্পিয়নের দেখা মিলেছে। শুধু সেরেনা উইলিয়ামসই এ সময়ে দুইবার উইম্বলডন জিতেছেন। টেনিসের মর্যাদাপূর্ণ এই আসরে সেরেনা সব মিলিয়ে শিরোপা জিতেছেন ৭ বার। টেনিসে একক আধিপত্যের সর্বশেষ উদাহরণও সেরেনা। কিন্তু ২০১৭ সালের পর থেক