ক্রিকেটের নতুন সংস্করণ হিসেবে আবির্ভূত হয়েছে ‘দ্য হান্ড্রেড’। ১০০ বলের ক্রিকেট নামেও পরিচিতি পেয়েছে এই সংস্করণ। ২০ ওভারের পর ক্রিকেটের সংক্ষিপ্ততম এই সংস্করণের প্রথম চ্যাম্পিয়নও দেখে ফেলল দর্শক। ক্রিকেটের নতুন এই সংস্করণের প্রথম চ্যাম্পিয়ন হয়েছে সাউদার্ন ব্রেভ।
লর্ডসে শনিবার রাতে ফাইনালে বার্মিংহাম ফিনিক্সকে ৩২ রানে হারিয়ে শিরোপা জিতেছে সাউদার্ন ব্রেভ। এদিন টস হেরে প্রথমে ব্যাট করতে নামে সাউদার্ন ব্রেভ। যদিও শুরুটা ধীরগতিতেই করেন দুই সাউদার্ন ওপেনার পল স্টার্লিং আর কুইন্টন ডি কক। প্রথম ১৫ বলে স্কোরবোর্ডে ওঠে ১৫ রান। এর মধ্যে নিউজিল্যান্ড ফাস্ট বোলার অ্যাডাম মিলনের বলে ৭ রান করে ফেরেন ডি কক।
শুরুর ধাক্কা কাটিয়ে ওঠার আগে আউট হয়ে যান সাউদার্ন অধিনায়ক জেমস ভিন্সও। অনেকক্ষণ উইকেটে থাকলেও আট বল খেলে লেগ স্পিনার ইমরান তাহিরের বলে বোল্ড হওয়ার আগে ভিন্স করেন ৮ রান। এক প্রান্ত থেকে সাউদার্নের রানের চাকা সচল রাখার চেষ্টা করেন স্টার্লিং। ৩৬ বলে ২ চার আর ৬ ছক্কায় ৬১ রান করে থামেন এই আইরিশ ব্যাটসম্যান।
নির্ধারিত ১০০ বলে সাউদার্ন যে ১৬৮ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়, সেটার বড় কৃতিত্ব রস হোয়াটলের। শেষ দিকে ১৯ বলে সমান চারটি করে চার-ছক্কায় ৪৪ রানের অপরাজিত ইনিংস খেলেন হোয়াটলে।
১৬৯ রানের জবাব দিতে নেমে ১৪ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে ফিনিক্স। পুরো টুর্নামেন্টে আলো ছড়ানো এক লিয়াম লিভিংস্টোন ছাড়া বড় লক্ষ্য তাড়া করার মতো ব্যাটিং করতে পারেননি আর কোনো ব্যাটসম্যান। সমান চারটি করে চার-ছক্কায় ১৯ বলে ৪৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেও দলের হার এড়াতে পারেননি লিভিংস্টোন। মঈন আলির দল ফিনিক্স শেষ পর্যন্ত থামে ১৩৬ রানে।
৬১ রানের দারুণ ইনিংসের জন্য ম্যাচ-সেরা হয়েছেন সাউদার্ন ব্যাটসম্যান স্টার্লিং। ৯ ম্যাচে ১৭৮.৪৬ গড়ে ৩৪৮ রান করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন ইংলিশ ব্যাটসম্যান লিভিংস্টোন।
ক্রিকেটের নতুন সংস্করণ হিসেবে আবির্ভূত হয়েছে ‘দ্য হান্ড্রেড’। ১০০ বলের ক্রিকেট নামেও পরিচিতি পেয়েছে এই সংস্করণ। ২০ ওভারের পর ক্রিকেটের সংক্ষিপ্ততম এই সংস্করণের প্রথম চ্যাম্পিয়নও দেখে ফেলল দর্শক। ক্রিকেটের নতুন এই সংস্করণের প্রথম চ্যাম্পিয়ন হয়েছে সাউদার্ন ব্রেভ।
লর্ডসে শনিবার রাতে ফাইনালে বার্মিংহাম ফিনিক্সকে ৩২ রানে হারিয়ে শিরোপা জিতেছে সাউদার্ন ব্রেভ। এদিন টস হেরে প্রথমে ব্যাট করতে নামে সাউদার্ন ব্রেভ। যদিও শুরুটা ধীরগতিতেই করেন দুই সাউদার্ন ওপেনার পল স্টার্লিং আর কুইন্টন ডি কক। প্রথম ১৫ বলে স্কোরবোর্ডে ওঠে ১৫ রান। এর মধ্যে নিউজিল্যান্ড ফাস্ট বোলার অ্যাডাম মিলনের বলে ৭ রান করে ফেরেন ডি কক।
শুরুর ধাক্কা কাটিয়ে ওঠার আগে আউট হয়ে যান সাউদার্ন অধিনায়ক জেমস ভিন্সও। অনেকক্ষণ উইকেটে থাকলেও আট বল খেলে লেগ স্পিনার ইমরান তাহিরের বলে বোল্ড হওয়ার আগে ভিন্স করেন ৮ রান। এক প্রান্ত থেকে সাউদার্নের রানের চাকা সচল রাখার চেষ্টা করেন স্টার্লিং। ৩৬ বলে ২ চার আর ৬ ছক্কায় ৬১ রান করে থামেন এই আইরিশ ব্যাটসম্যান।
নির্ধারিত ১০০ বলে সাউদার্ন যে ১৬৮ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়, সেটার বড় কৃতিত্ব রস হোয়াটলের। শেষ দিকে ১৯ বলে সমান চারটি করে চার-ছক্কায় ৪৪ রানের অপরাজিত ইনিংস খেলেন হোয়াটলে।
১৬৯ রানের জবাব দিতে নেমে ১৪ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে ফিনিক্স। পুরো টুর্নামেন্টে আলো ছড়ানো এক লিয়াম লিভিংস্টোন ছাড়া বড় লক্ষ্য তাড়া করার মতো ব্যাটিং করতে পারেননি আর কোনো ব্যাটসম্যান। সমান চারটি করে চার-ছক্কায় ১৯ বলে ৪৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেও দলের হার এড়াতে পারেননি লিভিংস্টোন। মঈন আলির দল ফিনিক্স শেষ পর্যন্ত থামে ১৩৬ রানে।
৬১ রানের দারুণ ইনিংসের জন্য ম্যাচ-সেরা হয়েছেন সাউদার্ন ব্যাটসম্যান স্টার্লিং। ৯ ম্যাচে ১৭৮.৪৬ গড়ে ৩৪৮ রান করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন ইংলিশ ব্যাটসম্যান লিভিংস্টোন।
আর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটি নিয়ে বিতর্ক যেন কাটছেই না। এবার এই কমিটিকে স্বীকৃতি দিতে নারাজ বিশ্ব আর্চারি সংস্থা। গত ২৮ এপ্রিল অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে পাঠানো চিঠিতে এমনটা জানায় তারা।
২৮ মিনিট আগেসকালের সূর্যোদয় দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। স্প্যানিশ বিস্ময় বালক লামিন ইয়ামাল মাত্র ১৭ বছর বয়সেই স্পেনের হয়ে ইউরো জিতেছেন। লা লিগার এবারের মৌসুমেই নিয়মিত আলো ছড়াচ্ছেন প্রতি ম্যাচেই। তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে কিংবদন্তিদেরও। লিওনেল মেসি থেকে ক্রিস্টিয়ানো রোনালদো সবার মুখেই প্রশংসা
৩৩ মিনিট আগেচট্টগ্রাম টেস্টের তৃতীয় সেশনেই ৮ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের সম্মিলিত স্পিন আক্রমণে দিশেহারা হয়ে উঠে তাদের ব্যাটিং অর্ডার। ম্যাচশেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, খেলা আজই শেষ করতে চেয়েছেন তাঁরা। চতুর্থ দিন না গড়াতে কঠিন বল করে গেছেন বোলাররা।
৪২ মিনিট আগে১৯৮৪ সালের ২০ জানুয়ারি। ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় দিনের ম্যাচে সকালের সেশনে ইয়ান স্মিথকে আউট করে ৫ উইকেট তুলে নেন ইয়ান বোথাম। ইংল্যান্ড ১১৫ রানে ৫ উইকেট হারালে ৬ নম্বরে ব্যাট করতে নামেন বোথাম। ডেরেক র্যান্ডালের সঙ্গে জুটি গড়ে টেস্টের দ্বিতীয় দিনেই ১০৩ রানে অপরাজিত থাকেন।
১ ঘণ্টা আগে