ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে জবি শিক্ষার্থীদের সড়ক আটকে বিক্ষোভ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে পুরান ঢাকার তাঁতিবাজার মোড় অবরোধ করেন। তাঁরা দ্রুততম সময়ে দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। শিক্ষার্থীরা বলেন, বিচার বিলম্ব নয়, ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আন্দোলনের মাধ্যমে তাঁরা নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।