Ajker Patrika

ধর্ষকের সর্বোচ্চ শাস্তি: সচিবালয়ের সামনে অনশনের ঘোষণা রাবির ২ শিক্ষার্থীর

রাবি প্রতিনিধি  
ফাতিন আলমাস অপূর্ব–দিদার হাসান। ছবি: সংগৃহীত
ফাতিন আলমাস অপূর্ব–দিদার হাসান। ছবি: সংগৃহীত

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করাসহ তিন দফা দাবিতে রাজধানীর সচিবালয়ে আমরণ অনশন করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই শিক্ষার্থী। আজ সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি পৃথক পোস্টে এই ঘোষণা দেন তাঁরা। এ জন্য বিকেলে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন তাঁরা।

শিক্ষার্থীরা হলেন বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ফাতিন আলমাস অপূর্ব এবং ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দিদার হাসান।

তাঁদের বাকি দুটি দাবি হলো, স্বাধীন বিচারব্যবস্থার অধীনে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে ধর্ষকের বিচার এবং ৬ কিংবা ৩ মাস নয়, যত দ্রুত সম্ভব ধর্ষকদের শাস্তি নিশ্চিত করা।

এর আগে গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে তিন দফা দাবিতে আমরণ অনশন শুরু করেন ফাতিন আলমাস। পরে তাঁর সঙ্গে একাত্মতা পোষণ করে অনশনে বসেন দিদার হাসান।

আজ দুপুরে ফেসবুকে পোস্ট দিয়ে সচিবালয়ের সামনে অনশনের ঘোষণা দেন ফাতিন আলমাস। এতে তিনি লিখেছেন, ‘আমি ও আমার সঙ্গে যুক্ত হওয়া সহযোদ্ধা দিদারকে নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ঢাকার উদ্দেশে রওনা করলাম। গন্তব্য সচিবালয়। আমরা সেখানে অবস্থান করব এবং অনশন অব্যাহত থাকবে।’

অনশনের বিষয়ে জানতে চাইলে দিদার হাসান বলেন, ‘বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনশন করে আমরা ভেবেছিলাম রাজশাহী জেলা প্রশাসক বা বিভাগীয় কমিশনার থেকে সাড়া পাব এবং তাঁর কাছে তিন দফা দাবিতে স্মারকলিপি দেব। কিন্তু বিষয়টি যেহেতু শুধু রাজশাহীকেন্দ্রিক নয়, দেশকেন্দ্রিক; তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, সচিবালয়ে আইন উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেব। এ জন্য আমরা সচিবালয়ের উদ্দেশে রওনা হলাম।’

দিদার হাসান আরও বলেন, ‘আমাদের দাবি মানতেই হবে। যতক্ষণ মেনে না নেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আমরা সচিবালয়ে অনশন করে যাব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত