Ajker Patrika

নারী নির্যাতন রোধে খুবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ–বিক্ষোভ

খুবি প্রতিনিধি 
খুবি শিক্ষার্থীদের ধর্ষণবিরোধী বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা
খুবি শিক্ষার্থীদের ধর্ষণবিরোধী বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা। আজ রোববার নগরীর জিরো পয়েন্টে অবস্থান নিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন তাঁরা।

এর আগে সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে সমবেত হতে থাকেন শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নগরীর জিরো পয়েন্টে অবস্থান নেন তাঁরা।

এ সময় শিক্ষার্থীরা স্লোগান দেন, ‘উই ওয়ান্ট, উই ওয়ান্ট, নো মোর রেপিস্ট’; ‘তুমি কে আমি কে, আছিয়া আছিয়া’; ‘আমার মায়ের কান্না, আর না আর না’; ‘আমার বোনের কান্না, আর না আর না’; ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’; ‘অ্যাকশন অ্যাকশন–ডাইরেক্ট অ্যাকশন’; ‘ধর্ষকদের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’; ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’ ইত্যাদি।

শিক্ষার্থীরা জানান, দেশের বিভিন্ন জায়গায় যেসব ধর্ষণের ঘটনা ঘটেছে, তাঁর সুষ্ঠু তদন্ত ও দ্রুততম সময়ের মধ্যে দোষীদের সর্বোচ্চ শাস্তি দেখতে চান তাঁরা। বিশেষ করে, মাগুরায় আট বছরের শিশু আছিয়াকে ধর্ষণের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন তাঁরা।

খুবি শিক্ষার্থীদের ধর্ষণবিরোধী বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা
খুবি শিক্ষার্থীদের ধর্ষণবিরোধী বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

তাঁরা বলেন, ‘বর্তমানে দেশের বিভিন্ন জায়গায় আমাদের মা-বোনদের ওপর নির্যাতন চালানো হচ্ছে। অন্তর্বর্তী সরকারকে আমরা বলে দিতে চাই, আপনারা আমার বোনদের ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করেন। যদি না পারেন, তাহলে এই দেশের শাসনভার চালানোর অধিকার আপনারা হারিয়েছেন।’

খুবি শিক্ষার্থীদের ধর্ষণবিরোধী বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা
খুবি শিক্ষার্থীদের ধর্ষণবিরোধী বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) ডিসিপ্লিনের শিক্ষার্থী জুবায়ের আহমেদ বলেন, ‘নারীরা আজ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে, অথচ দোষীরা শাস্তির বাইরে থেকে যাচ্ছে। আমাদের সমাজব্যবস্থার কাঠামো পরিবর্তন করতে না পারলে নারী নির্যাতন বন্ধ হবে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে ব্যর্থ হয়েছে। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদে শামিল হতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত