এডিসি হারুনকে পুলিশ বাঁচিয়ে দিলে মামলা করবেন নাঈম, আরও যা জানা গেল
ডিএমপির সাময়িক বরখাস্ত এডিসি হারুনের হাতে মার খেয়ে হাসপাতালের বিছানায় শুয়ে আনোয়ার হোসেন নাঈম বলেছেন, পুলিশের পক্ষ থেকে যে তদন্ত হচ্ছে, তাতে যদি এডিসি হারুনকে পুলিশ বাঁচিয়ে দেয়, তাহলে এডিসি হারুনসহ নির্যাতনকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলা করা হবে। নাঈম ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক।