ঢাবি ও ঢামেক প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফের ছাত্র ইউনিয়নের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় ছাত্র ইউনিয়ন (একাংশ) ঢাবি সংসদের সভাপতিসহ আহত হয়েছেন চারজন। আজ বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। ছাত্র ইউনিয়নের অভিযোগ—ছাত্রলীগ এ হামলা চালিয়েছে।
আহতরা হলেন ছাত্র ইউনিয়ন (একাংশ) ঢাবি সংসদের সভাপতি মেঘমল্লার বসু (২৭), সাধারণ সম্পাদক মাঈন আহমেদ (২৫), ঢাকা মহানগর সহসাধারণ সম্পাদক তাজমির তাজওয়ার শুভ্র (২৬) ও বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সদস্য শাহরিয়ার শিহাব (২৩)। আহতদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
নাম প্রকাশ না করার শর্তে ছাত্রলীগের একাধিক নেতা আজকের পত্রিকাকে বলেন, রাজু ভাস্কর্যের সামনে ‘মেট্রো অ্যাট টিএসসি: থ্যাংক ইউ শেখ হাসিনা’—লেখাসংবলিত ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগে ছাত্র ইউনিয়নের নেতাদের মারধর করা হয়। গত মঙ্গলবার গণতান্ত্রিক ছাত্রজোটের মশাল মিছিল থেকে ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনা ঘটে।
ঢাবি সংসদের সাবেক সভাপতি শিমুল কুম্ভকার আজকের পত্রিকাকে বলেন, টিএসসিতে বসে তাঁরা (আহতরা) আড্ডা দিচ্ছিলেন। পরে মেঘমল্লার ও শুভ্র রিকশায় শাহবাগের দিকে গেলে মোটরসাইকেল আরোহী ৮-১০ জন ছাত্রলীগের নেতা-কর্মী গতিরোধ করে মারধর করেন। মাঈন আহমেদ তাঁর হল মুহসীন হলের দিকে চলে যাওয়ার সময় তাঁকে মারধর করা হয়। আর শিহাবকে ভিসি চত্বর এলাকাতে একই কায়দায় মারধর করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় গণতান্ত্রিক ছাত্রজোটের মশাল মিছিলেও ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালান। সেদিনের ঘটনায় বেশ কয়েকজন আহত হন। হামলা করে উল্টো অভিযোগ দিয়ে রাজু ভাস্কর্যে কালো কাপড় বেঁধে দেওয়া হয়।
আহত মাঈন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘সুজন নামে একজনকে চিনতে পেরেছি। তিনি সৈকতের সমর্থক। বাকিদের চিনতে পারিনি।’
চিকিৎসকের বরাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া আজকের পত্রিকাকে বলেন, মেঘমল্লারের বাম চোখে আঘাত রয়েছে। এ ছাড়া সবার শরীরেই নীলাফোলা জখম রয়েছে। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
অভিযোগের বিষয়ে জানতে তানভীর হাসান সৈকতকে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, সকালে বাম দল (ছাত্র ইউনিয়ন) ফোন করে জানায় রাজু ভাস্কর্যের কালো কাপড় যেন সরিয়ে ফেলা হয়। যদি না সরানো হয় তাহলে যেকোনো কিছু ঘটতে পারে। তখন বলেছি, ‘যারা বেঁধেছে তাদের সঙ্গে কথা বলে দেখব। তবে আজকের মারধরের ঘটনা সম্পর্কে কোনো অভিযোগ পাইনি। প্রক্টর অফিস থেকে জানতে পেরে মোবাইল টিমকে ঢামেকে পাঠানো হলে সেখান থেকে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেউ মারধরের শিকার হয়ে চিকিৎসা নিচ্ছে না।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফের ছাত্র ইউনিয়নের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় ছাত্র ইউনিয়ন (একাংশ) ঢাবি সংসদের সভাপতিসহ আহত হয়েছেন চারজন। আজ বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। ছাত্র ইউনিয়নের অভিযোগ—ছাত্রলীগ এ হামলা চালিয়েছে।
আহতরা হলেন ছাত্র ইউনিয়ন (একাংশ) ঢাবি সংসদের সভাপতি মেঘমল্লার বসু (২৭), সাধারণ সম্পাদক মাঈন আহমেদ (২৫), ঢাকা মহানগর সহসাধারণ সম্পাদক তাজমির তাজওয়ার শুভ্র (২৬) ও বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সদস্য শাহরিয়ার শিহাব (২৩)। আহতদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
নাম প্রকাশ না করার শর্তে ছাত্রলীগের একাধিক নেতা আজকের পত্রিকাকে বলেন, রাজু ভাস্কর্যের সামনে ‘মেট্রো অ্যাট টিএসসি: থ্যাংক ইউ শেখ হাসিনা’—লেখাসংবলিত ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগে ছাত্র ইউনিয়নের নেতাদের মারধর করা হয়। গত মঙ্গলবার গণতান্ত্রিক ছাত্রজোটের মশাল মিছিল থেকে ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনা ঘটে।
ঢাবি সংসদের সাবেক সভাপতি শিমুল কুম্ভকার আজকের পত্রিকাকে বলেন, টিএসসিতে বসে তাঁরা (আহতরা) আড্ডা দিচ্ছিলেন। পরে মেঘমল্লার ও শুভ্র রিকশায় শাহবাগের দিকে গেলে মোটরসাইকেল আরোহী ৮-১০ জন ছাত্রলীগের নেতা-কর্মী গতিরোধ করে মারধর করেন। মাঈন আহমেদ তাঁর হল মুহসীন হলের দিকে চলে যাওয়ার সময় তাঁকে মারধর করা হয়। আর শিহাবকে ভিসি চত্বর এলাকাতে একই কায়দায় মারধর করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় গণতান্ত্রিক ছাত্রজোটের মশাল মিছিলেও ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালান। সেদিনের ঘটনায় বেশ কয়েকজন আহত হন। হামলা করে উল্টো অভিযোগ দিয়ে রাজু ভাস্কর্যে কালো কাপড় বেঁধে দেওয়া হয়।
আহত মাঈন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘সুজন নামে একজনকে চিনতে পেরেছি। তিনি সৈকতের সমর্থক। বাকিদের চিনতে পারিনি।’
চিকিৎসকের বরাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া আজকের পত্রিকাকে বলেন, মেঘমল্লারের বাম চোখে আঘাত রয়েছে। এ ছাড়া সবার শরীরেই নীলাফোলা জখম রয়েছে। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
অভিযোগের বিষয়ে জানতে তানভীর হাসান সৈকতকে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, সকালে বাম দল (ছাত্র ইউনিয়ন) ফোন করে জানায় রাজু ভাস্কর্যের কালো কাপড় যেন সরিয়ে ফেলা হয়। যদি না সরানো হয় তাহলে যেকোনো কিছু ঘটতে পারে। তখন বলেছি, ‘যারা বেঁধেছে তাদের সঙ্গে কথা বলে দেখব। তবে আজকের মারধরের ঘটনা সম্পর্কে কোনো অভিযোগ পাইনি। প্রক্টর অফিস থেকে জানতে পেরে মোবাইল টিমকে ঢামেকে পাঠানো হলে সেখান থেকে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেউ মারধরের শিকার হয়ে চিকিৎসা নিচ্ছে না।’
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
২ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
২ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
২ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৩ ঘণ্টা আগে