গ্লিসারিন ত্বককে নরম রাখে
প্রশ্ন: ভ্রু প্লাক ও আপার লিপ থ্রেডিং করার পর ত্বক খুব জ্বালা করে। লোমকূপের গোড়া ফুলে ওঠে। এক দিন পর দেখা যায়, সুতার টানে কোথাও কোথাও কেটে গেছে। ধারণা করি, আমার ত্বক খুব পাতলা। সে ক্ষেত্রে কী করলে থ্রেডিংয়ে ব্যথা কম হবে এবং এ ধরনের সমস্যা এড়ানো যাবে?
মল্লিকা হাসান, ময়মনসিংহ