বিভাবরী রায়
চলতি সময়ে তরুণ-তরুণীদের পছন্দের পোশাকের তালিকায় প্রথম সারিতেই আছে টি-শার্ট। ইউনিসেক্স টি-শার্ট বেশ দাপটেই পাল্লা দিচ্ছে সবার সঙ্গে। এর নকশা নিয়ে গোটা বিশ্বে যত নিরীক্ষা হয়েছে, সম্ভবত অন্য কোনো পোশাকের নকশার ক্ষেত্রে ততটা হয়নি। বিভিন্ন স্লোগান, ছন্দময় বাক্য, রোমান্টিক পদ্য, জনপ্রিয় কবিতার পঙ্ক্তি, রকস্টারসহ বিভিন্ন জনপ্রিয় ব্যক্তিত্বের প্রতিকৃতি, বিমূর্ত চিত্র, চলতি সংলাপ, বিজ্ঞানের বিভিন্ন বিষয়, ঋতু, প্রকৃতি ইত্যাদি জায়গা করে নিয়েছে টি-শার্টের নকশার ক্ষেত্রে। ইচ্ছেমতো নকশা করার সুবিধা আছে এতে।
টি-শার্টের প্রসঙ্গ এলেই ফ্যাশন হাউস নিত্য় উপহারের কথা এড়ানো যায় না। বাংলাদেশে টি-শার্ট শিল্পকে একেবারে দেশীয় ঘরানার মোড়কে আবৃত করেছে এই ফ্যাশন হাউস। কাইয়ুম চৌধুরী, হাশেম খান, আবুল বারক আলভী, শেখ আফজাল এবং চন্দ্র শেখর সাহার মতো চিত্রশিল্পী ও নকশাকারেরা নিত্য উপহারের টি-শার্টের জন্য নকশা করেছেন। ধ্রুব এষ, সব্যসাচী হাজরার হাতের ছোঁয়া তো ছিল শুরু থেকেই।
এ ছাড়া আনিসুজ্জামান সোহেল, নাজিব তারেক, কনক আদিত্যসহ আরও অনেক গুণী শিল্পীর নামও জড়িয়ে আছে প্রতিষ্ঠানটির সঙ্গে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জয়ন্তীতে নিত্য উপহারে এসেছে নতুন দুটি টি-শার্ট বিদ্রোহী কবি ও সন্ধ্যাতারা শিরোনামে। এগুলোর নকশা করেছেন শিল্পী মোস্তাফিজ কারিগর ও অনুপম সরকার। এর মধ্যে বিদ্রোহী কবি ও দুখু মিয়া নামের টি-শার্ট দুটির নকশা করেছেন মোস্তাফিজ কারিগর। অন্যদিকে সন্ধ্যাতারা নামের টি-শার্টের নকশা করেছেন অনুপম সরকার। প্রতিটি টি-শার্টের দাম ৩৯০ টাকা।
সব বয়সীদের কাছেই টি-শার্ট এখন দারুণ জনপ্রিয়। একটু যদি বাড়িয়েই বলি, তরুণদের মগজের ফ্যাশন ফ্যাক্টরিকেও প্রাধান্য দিতে শুরু করেছেন এই সময়ের ফ্যাশন ডিজাইনাররা। পাশাপাশি টি-শার্টে ঋতু, কবিতার জনপ্রিয় পঙ্ক্তি, শিল্পীর আঁকা ছবি ও দেশীয় ঐতিহ্যকেও তুলে ধরার চেষ্টা করছেন অনেকে।
“আমরা শুরু থেকেই পোশাকের মাধ্যমে স্বদেশি চেতনা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে আসছি। দেশের অনেক গুণী শিল্পী আমাদের টি-শার্টের নকশা করেছেন। সহজ জনপ্রিয়তার রাস্তায় না হেঁটে তাঁরা আমাদের নিজস্ব নকশা ও গৌরবের বিষয়গুলোই তুলে ধরার চেষ্টা করেছেন। ফলে তরুণদের কাছে নিত্য উপহারের টি-শার্ট মানে অনুপ্রেরণাও।”— বাহার রহমান, স্বত্বাধিকারী, নিত্য উপহার
চলতি সময়ে তরুণ-তরুণীদের পছন্দের পোশাকের তালিকায় প্রথম সারিতেই আছে টি-শার্ট। ইউনিসেক্স টি-শার্ট বেশ দাপটেই পাল্লা দিচ্ছে সবার সঙ্গে। এর নকশা নিয়ে গোটা বিশ্বে যত নিরীক্ষা হয়েছে, সম্ভবত অন্য কোনো পোশাকের নকশার ক্ষেত্রে ততটা হয়নি। বিভিন্ন স্লোগান, ছন্দময় বাক্য, রোমান্টিক পদ্য, জনপ্রিয় কবিতার পঙ্ক্তি, রকস্টারসহ বিভিন্ন জনপ্রিয় ব্যক্তিত্বের প্রতিকৃতি, বিমূর্ত চিত্র, চলতি সংলাপ, বিজ্ঞানের বিভিন্ন বিষয়, ঋতু, প্রকৃতি ইত্যাদি জায়গা করে নিয়েছে টি-শার্টের নকশার ক্ষেত্রে। ইচ্ছেমতো নকশা করার সুবিধা আছে এতে।
টি-শার্টের প্রসঙ্গ এলেই ফ্যাশন হাউস নিত্য় উপহারের কথা এড়ানো যায় না। বাংলাদেশে টি-শার্ট শিল্পকে একেবারে দেশীয় ঘরানার মোড়কে আবৃত করেছে এই ফ্যাশন হাউস। কাইয়ুম চৌধুরী, হাশেম খান, আবুল বারক আলভী, শেখ আফজাল এবং চন্দ্র শেখর সাহার মতো চিত্রশিল্পী ও নকশাকারেরা নিত্য উপহারের টি-শার্টের জন্য নকশা করেছেন। ধ্রুব এষ, সব্যসাচী হাজরার হাতের ছোঁয়া তো ছিল শুরু থেকেই।
এ ছাড়া আনিসুজ্জামান সোহেল, নাজিব তারেক, কনক আদিত্যসহ আরও অনেক গুণী শিল্পীর নামও জড়িয়ে আছে প্রতিষ্ঠানটির সঙ্গে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জয়ন্তীতে নিত্য উপহারে এসেছে নতুন দুটি টি-শার্ট বিদ্রোহী কবি ও সন্ধ্যাতারা শিরোনামে। এগুলোর নকশা করেছেন শিল্পী মোস্তাফিজ কারিগর ও অনুপম সরকার। এর মধ্যে বিদ্রোহী কবি ও দুখু মিয়া নামের টি-শার্ট দুটির নকশা করেছেন মোস্তাফিজ কারিগর। অন্যদিকে সন্ধ্যাতারা নামের টি-শার্টের নকশা করেছেন অনুপম সরকার। প্রতিটি টি-শার্টের দাম ৩৯০ টাকা।
সব বয়সীদের কাছেই টি-শার্ট এখন দারুণ জনপ্রিয়। একটু যদি বাড়িয়েই বলি, তরুণদের মগজের ফ্যাশন ফ্যাক্টরিকেও প্রাধান্য দিতে শুরু করেছেন এই সময়ের ফ্যাশন ডিজাইনাররা। পাশাপাশি টি-শার্টে ঋতু, কবিতার জনপ্রিয় পঙ্ক্তি, শিল্পীর আঁকা ছবি ও দেশীয় ঐতিহ্যকেও তুলে ধরার চেষ্টা করছেন অনেকে।
“আমরা শুরু থেকেই পোশাকের মাধ্যমে স্বদেশি চেতনা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে আসছি। দেশের অনেক গুণী শিল্পী আমাদের টি-শার্টের নকশা করেছেন। সহজ জনপ্রিয়তার রাস্তায় না হেঁটে তাঁরা আমাদের নিজস্ব নকশা ও গৌরবের বিষয়গুলোই তুলে ধরার চেষ্টা করেছেন। ফলে তরুণদের কাছে নিত্য উপহারের টি-শার্ট মানে অনুপ্রেরণাও।”— বাহার রহমান, স্বত্বাধিকারী, নিত্য উপহার
সিলেট মানেই যেন নিসর্গের হাতছানি! কোথাও টিলার গায়ে চা-গাছের সবুজ চাদর, কোথাও পাথরের মাঝে পানির শীতল পরশ, কোথাওবা জল-বৃক্ষের মিতালি। বাংলাদেশের উত্তর-পূর্বের এই জনপদে নানা রূপে, নানা রঙে ধরা দিয়েছে প্রকৃতি। এমনই এক রূপের ডালি বিছানো রয়েছে সিলেটের জৈন্তাপুরের ডিবির হাওরে।
৬ ঘণ্টা আগেসৌদি আরবের রুক্ষ মরুভূমি আর বিশাল পাথরের স্তূপের মধ্যে লুকিয়ে আছে অদ্ভুত সব গুহা। কোটি কোটি বছর ধরে তৈরি হওয়া এই গুহাগুলো শুধু প্রাকৃতিক বিস্ময় নয়, এগুলো বৈজ্ঞানিক এবং পর্যটনের জন্যও অমূল্য সম্পদ। সৌদি আরব এরই মধ্যে পর্যটকদের জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এগুলোর মধ্যে বিভিন্ন শহর ও স্থানকে নতুন...
৭ ঘণ্টা আগেবিভিন্ন পাহাড়ে ঘুরে দিনের পর দিন কাটিয়ে দেন অনেকে। গহিন পাহাড়ে আধুনিক ব্যবস্থাপনা থাকে না বলে সমস্যায় পড়তে হয় তাঁদের। যদিও এর উপায় হিসেবে তাঁবু টানিয়ে রাত কাটানো বেশ পরিচিত। তবে এই পাহাড়প্রেমীদের জন্য একটু ভিন্ন ধরনের ভাবনার বিষয়টি ভেবেছিল যুক্তরাজ্যের মাউন্টেন বোথি অ্যাসোসিয়েশন।
৮ ঘণ্টা আগেজনসংখ্যা কমে যাওয়া এবং বয়স্কদের সংখ্যা বৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন পৃথিবীর অনেক দেশ। ইউরোপের কিছু দেশ বিশেষভাবে এই সমস্যার সম্মুখীন। সেখানে গ্রামীণ এলাকা ও ছোট শহরগুলো ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে যাচ্ছে। এ ধরনের অঞ্চলগুলোকে পুনরুজ্জীবিত করতে এবং নতুন নাগরিক আকৃষ্ট করতে বিভিন্ন দেশ আর্থিক প্রণোদনা দিচ্ছে।
৮ ঘণ্টা আগে