‘বিদেশে গবেষণা শেষে দেশে খোলেন মাদকের ল্যাব, লক্ষ্য ছিল রপ্তানি’
নতুন নতুন মাদক কীভাবে উৎপাদন, আমদানি, রপ্তানি ও বাজারজাত করা যায় তা নিয়ে বিস্তর অধ্যয়ন করতেন ওনাইসী সাঈদ। এ লক্ষ্যে তিনি রাজধানীর মোহাম্মদপুরে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে বাণিজ্যিকভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে নতুন ধরনের মাদক কুশ (সিনথেটিক মারিজুয়ানা) তৈরির ল্যাব ও প্ল্যান্ট স্থাপন করেছিলেন।