নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ওয়াকিটকি ও যন্ত্রাংশ উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় বৈধতার আড়ালে অবৈধ ওয়াকিটকি বিক্রির অভিযোগে রাকিবুল ইসলাম (২৩) নামে এক যুবককে আটক করা হয়।
গতকাল সোমবার রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে ওয়াকিটকি ও যন্ত্রাংশসহ রাকিবুলকে আটক করে র্যাব।
র্যাবের দাবি, গ্রেপ্তার রাকিব একজন ঠিকাদার। তিনি বৈধ লাইসেন্স দিয়ে অবৈধভাবে বেতারযন্ত্র ওয়াকিটকি সেট মজুত রেখে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে আসছিলেন। কিন্তু তাঁর হেফাজত থেকে উদ্ধারকৃত এসব ওয়াকিটকি ও যন্ত্রাংশ ব্যবহারসংক্রান্ত লাইসেন্স ও কারিগরি গ্রহণযোগ্যতাসংক্রান্ত সনদ বা কোনো ধরনের বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তিনি।
আজ মঙ্গলবার সকালে র্যাব-৩-এর মিডিয়া কর্মকর্তা (অপস্ ও ইন্ট শাখা) পুলিশ সুপার বীণা রানী দাস জানান, দেশের প্রচলিত আইন অমান্য করে কালো রঙের ওয়াকিটকি সেট এবং আনুষঙ্গিক যন্ত্রাংশ দীর্ঘদিন যাবৎ বিক্রি করে আসছে এমন সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালায় র্যাব। এ সময় ওই এলাকায় একটি ভবনে বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধভাবে ওয়াকিটকি সেট ও যন্ত্রাংশসহ রাকিবুল ইসলাম (২৩) নামের একজনকে আটক করে।
আটক ব্যক্তি সিরাজগঞ্জের তারাশের মাগুরা বিনদের মৃত আব্দুস সোবহানের ছেলে। এ সময় তাঁর কাছ থেকে ওয়াকিটকি সেট ৬৮টি, ওয়াকিটকি সেটের ব্যাটারি ১৫টি, চার্জার ৫২টি, ওয়াকিটকি সেটের হেডফোন ৫৩টি এবং ২টি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রাকিব জানান, তিনি একজন ঠিকাদার। তবে বৈধ লাইসেন্স দিয়ে অবৈধভাবে বেতারযন্ত্র ওয়াকিটকি সেট নিজেদের হেফাজতে রেখে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে আসছিলেন। কিন্তু উদ্ধারকৃত এসব ওয়াকিটকি ও যন্ত্রাংশ ব্যবহারসংক্রান্ত লাইসেন্স ও কারিগরি গ্রহণযোগ্যতা সংক্রান্ত সনদ বা কোনো ধরনের বৈধ কাগজপত্র নেই তাঁর কাছে।
র্যাব জানায়, উদ্ধারকৃত এসব ওয়াকিটকি সেটের ফ্রিকোয়েন্সি ২৪৫-২৪৬ মেগাহার্জ। এসব ওয়াকিটকি ব্যবহার করে রিপিটার ছাড়া অর্ধকিলোমিটার পর্যন্ত যোগাযোগ করা সম্ভব। এ ছাড়া বহুতল ভবনের মধ্যে উপরতলা থেকেে নিচতলায় যোগাযোগ করা সম্ভব। এসব ওয়াকিটকির দাম ৫ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত। ব্যাটারির চার্জ ধারণের ক্ষমতা অনুযায়ী ওয়াকিটকির দামের তারতম্য হয়ে থাকে। এ ছাড়া অপরাধীদের কাছে ওয়াকিটকি সেট বিক্রি করেছে কি না—এ বিষয়ে কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি তিনি।
ওয়াকিটকি সেট ব্যবহারসংক্রান্ত লাইসেন্স ও কারিগরি গ্রহণযোগ্যতা সনদ ছাড়া ওয়াকিটকি সেট ব্যবহার করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ (সংশোধনী/ ২০১০)-এর ৫৫ (৭) / ৫৭ (৩) / ৭৪ ধারার অপরাধ করায় রাকিবের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানায় র্যাব।
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ওয়াকিটকি ও যন্ত্রাংশ উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় বৈধতার আড়ালে অবৈধ ওয়াকিটকি বিক্রির অভিযোগে রাকিবুল ইসলাম (২৩) নামে এক যুবককে আটক করা হয়।
গতকাল সোমবার রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে ওয়াকিটকি ও যন্ত্রাংশসহ রাকিবুলকে আটক করে র্যাব।
র্যাবের দাবি, গ্রেপ্তার রাকিব একজন ঠিকাদার। তিনি বৈধ লাইসেন্স দিয়ে অবৈধভাবে বেতারযন্ত্র ওয়াকিটকি সেট মজুত রেখে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে আসছিলেন। কিন্তু তাঁর হেফাজত থেকে উদ্ধারকৃত এসব ওয়াকিটকি ও যন্ত্রাংশ ব্যবহারসংক্রান্ত লাইসেন্স ও কারিগরি গ্রহণযোগ্যতাসংক্রান্ত সনদ বা কোনো ধরনের বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তিনি।
আজ মঙ্গলবার সকালে র্যাব-৩-এর মিডিয়া কর্মকর্তা (অপস্ ও ইন্ট শাখা) পুলিশ সুপার বীণা রানী দাস জানান, দেশের প্রচলিত আইন অমান্য করে কালো রঙের ওয়াকিটকি সেট এবং আনুষঙ্গিক যন্ত্রাংশ দীর্ঘদিন যাবৎ বিক্রি করে আসছে এমন সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালায় র্যাব। এ সময় ওই এলাকায় একটি ভবনে বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধভাবে ওয়াকিটকি সেট ও যন্ত্রাংশসহ রাকিবুল ইসলাম (২৩) নামের একজনকে আটক করে।
আটক ব্যক্তি সিরাজগঞ্জের তারাশের মাগুরা বিনদের মৃত আব্দুস সোবহানের ছেলে। এ সময় তাঁর কাছ থেকে ওয়াকিটকি সেট ৬৮টি, ওয়াকিটকি সেটের ব্যাটারি ১৫টি, চার্জার ৫২টি, ওয়াকিটকি সেটের হেডফোন ৫৩টি এবং ২টি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রাকিব জানান, তিনি একজন ঠিকাদার। তবে বৈধ লাইসেন্স দিয়ে অবৈধভাবে বেতারযন্ত্র ওয়াকিটকি সেট নিজেদের হেফাজতে রেখে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে আসছিলেন। কিন্তু উদ্ধারকৃত এসব ওয়াকিটকি ও যন্ত্রাংশ ব্যবহারসংক্রান্ত লাইসেন্স ও কারিগরি গ্রহণযোগ্যতা সংক্রান্ত সনদ বা কোনো ধরনের বৈধ কাগজপত্র নেই তাঁর কাছে।
র্যাব জানায়, উদ্ধারকৃত এসব ওয়াকিটকি সেটের ফ্রিকোয়েন্সি ২৪৫-২৪৬ মেগাহার্জ। এসব ওয়াকিটকি ব্যবহার করে রিপিটার ছাড়া অর্ধকিলোমিটার পর্যন্ত যোগাযোগ করা সম্ভব। এ ছাড়া বহুতল ভবনের মধ্যে উপরতলা থেকেে নিচতলায় যোগাযোগ করা সম্ভব। এসব ওয়াকিটকির দাম ৫ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত। ব্যাটারির চার্জ ধারণের ক্ষমতা অনুযায়ী ওয়াকিটকির দামের তারতম্য হয়ে থাকে। এ ছাড়া অপরাধীদের কাছে ওয়াকিটকি সেট বিক্রি করেছে কি না—এ বিষয়ে কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি তিনি।
ওয়াকিটকি সেট ব্যবহারসংক্রান্ত লাইসেন্স ও কারিগরি গ্রহণযোগ্যতা সনদ ছাড়া ওয়াকিটকি সেট ব্যবহার করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ (সংশোধনী/ ২০১০)-এর ৫৫ (৭) / ৫৭ (৩) / ৭৪ ধারার অপরাধ করায় রাকিবের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানায় র্যাব।
হবিগঞ্জের চুনারুঘাটে জমি নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তিকে ভগ্নিপতি ও ভাগনে কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার মহদিরকোনা গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত ছেরাগ আলী (৫৫) ওই গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে।
১ মিনিট আগেঢাকা মহানগরের জন্য প্রণীত বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) সংশোধনের খসড়া চূড়ান্ত হয়েছে। সম্প্রতি গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রস্তুত খসড়াটি উপদেষ্টা পরিষদে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সব ঠিক থাকলে এক মাসের মধ্যেই গেজেট প্রকাশ করা হবে।
৩ মিনিট আগেরনির বাড়ি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নে। তিনি ওই ইউনিয়নের বৃহত্তর রামগতি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃত মহিউদ্দিন আহমেদ সেলিমের ছোট ছেলে।
৯ মিনিট আগেগাইবান্ধা আদালতে দুই সন্তানের জনককে শিশু পরিচয়ে ভুয়া জন্মসনদ দেখিয়ে জামিনে মুক্ত করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আদালতের নথি জালিয়াতি, আসামির পরিচয় পরিবর্তন এবং শিশু আদালতকে ভুল পথে পরিচালিত করার অভিযোগ উঠেছে। মামলার নথি ও সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৫ জুলাই সেনাবাহিনীর অভিযানে গোবিন্দগঞ্জ উপজেলার তালুক কান
৯ মিনিট আগে