রোবটের মাধ্যমে ক্লাসে হাজির জার্মানির জোশুয়া
শিশুটির বয়স মোটে সাত বছর। শারীরিক অসুস্থতার কারণে সে এখন স্কুলে যেতে পারছে না। তবে তাই বলে শিশুটির স্কুলে গরহাজির থাকছে, এমনটি মনে করার কোনো কারণ নেই। উল্টো প্রতিদিনের ক্লাসেই পাওয়া যাচ্ছে সাত বছরের জোশুয়াকে। চলছে সহপাঠীদের সঙ্গে আড্ডাও।