রোবটের সঙ্গে দাবা খেলতে গিয়ে ঘটেছে বিপত্তি। ৭ বছরের শিশুর আঙুল ভেঙে দিয়েছে যন্ত্রমানব। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল এই ঘটনা। প্রশ্ন উঠতে শুরু করেছে যন্ত্রের সঙ্গে খেলার ক্ষেত্রে সুরক্ষা ব্যবস্থা নিয়ে।
বিবিসি জানায়, রাশিয়ায় মস্কো দাবা ওপেন টুর্নামেন্ট চলাকালীন বিপক্ষের খুদে দাবাড়ুর আঙুল ভেঙে দিয়েছে রোবট। ক্যামেরায় ধরা পড়েছে এই ছবি। মস্কোয় দাবা ওপেন টুর্নামেন্টের আসরে অংশ নিয়েছে ৩০ ছোট্ট দাবাড়ু। তাদের মধ্যে একজন ৭ বছরের ক্রিস্টোফার। গত ১৯ তারিখ রোবটের বিরুদ্ধে তার ম্যাচ চলছিল। সে সময় ঘটে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা।
প্রতিযোগিতার আসরে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, দাবার চাল দিচ্ছিল রোবট। চাল দেওয়ার নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই বিপক্ষে থাকা ক্রিস্টোফার দাবার চাল দিয়ে ফেলে। আর সেই নিয়ম ভাঙার শাস্তি হিসেবে রোবটটি শিশুটির আঙুল মুচড়ে ভেঙে দেয়। শিশুটিকে বাঁচাতে উপস্থিত দর্শকেরা ছুটে যায়। বেশ খানিকক্ষণ চেষ্টার পর খুদে দাবাড়ুকে রোবটের কবল থেকে উদ্ধার করতে সক্ষম হয় তারা। কিন্তু ততক্ষণে আঙুলে গুরুতর চোট লাগে।
এই ঘটনার পর প্রশ্নের মুখে পড়েন প্রতিযোগিতার আয়োজকেরা। তাদের দাবি, খেলার সময় অসাবধানতাবশত নিয়ম ভাঙার জেরেই ঘটেছে দুর্ঘটনা। রোবটের চাল দেওয়া শেষ হওয়ার আগেই নিজের ঘুঁটি সরাতে যায় শিশুটি। ফলে যন্ত্র মানবের সেন্সর কাজ করেনি। এ ক্ষেত্রে যান্ত্রিক ত্রুটির ঘটনা ঘটেনি বলেও দাবি করেছেন তাঁরা। তবে তা মানতে নারাজ ওই শিশুর পরিবার।
এদিকে রোবটের এমন আক্রমণের ঘটনায় নেটিজেনদের কপালে চিন্তার ভাঁজ। তাদের ভাষ্য, এই ঘটনা হলিউডের কল্পকাহিনি নির্ভর ছবির দৃশ্য মনে করিয়ে দিচ্ছে। যেখানে রোবটের হাতেই ধ্বংস হচ্ছে মানবসভ্যতা।
রোবটের সঙ্গে দাবা খেলতে গিয়ে ঘটেছে বিপত্তি। ৭ বছরের শিশুর আঙুল ভেঙে দিয়েছে যন্ত্রমানব। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল এই ঘটনা। প্রশ্ন উঠতে শুরু করেছে যন্ত্রের সঙ্গে খেলার ক্ষেত্রে সুরক্ষা ব্যবস্থা নিয়ে।
বিবিসি জানায়, রাশিয়ায় মস্কো দাবা ওপেন টুর্নামেন্ট চলাকালীন বিপক্ষের খুদে দাবাড়ুর আঙুল ভেঙে দিয়েছে রোবট। ক্যামেরায় ধরা পড়েছে এই ছবি। মস্কোয় দাবা ওপেন টুর্নামেন্টের আসরে অংশ নিয়েছে ৩০ ছোট্ট দাবাড়ু। তাদের মধ্যে একজন ৭ বছরের ক্রিস্টোফার। গত ১৯ তারিখ রোবটের বিরুদ্ধে তার ম্যাচ চলছিল। সে সময় ঘটে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা।
প্রতিযোগিতার আসরে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, দাবার চাল দিচ্ছিল রোবট। চাল দেওয়ার নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই বিপক্ষে থাকা ক্রিস্টোফার দাবার চাল দিয়ে ফেলে। আর সেই নিয়ম ভাঙার শাস্তি হিসেবে রোবটটি শিশুটির আঙুল মুচড়ে ভেঙে দেয়। শিশুটিকে বাঁচাতে উপস্থিত দর্শকেরা ছুটে যায়। বেশ খানিকক্ষণ চেষ্টার পর খুদে দাবাড়ুকে রোবটের কবল থেকে উদ্ধার করতে সক্ষম হয় তারা। কিন্তু ততক্ষণে আঙুলে গুরুতর চোট লাগে।
এই ঘটনার পর প্রশ্নের মুখে পড়েন প্রতিযোগিতার আয়োজকেরা। তাদের দাবি, খেলার সময় অসাবধানতাবশত নিয়ম ভাঙার জেরেই ঘটেছে দুর্ঘটনা। রোবটের চাল দেওয়া শেষ হওয়ার আগেই নিজের ঘুঁটি সরাতে যায় শিশুটি। ফলে যন্ত্র মানবের সেন্সর কাজ করেনি। এ ক্ষেত্রে যান্ত্রিক ত্রুটির ঘটনা ঘটেনি বলেও দাবি করেছেন তাঁরা। তবে তা মানতে নারাজ ওই শিশুর পরিবার।
এদিকে রোবটের এমন আক্রমণের ঘটনায় নেটিজেনদের কপালে চিন্তার ভাঁজ। তাদের ভাষ্য, এই ঘটনা হলিউডের কল্পকাহিনি নির্ভর ছবির দৃশ্য মনে করিয়ে দিচ্ছে। যেখানে রোবটের হাতেই ধ্বংস হচ্ছে মানবসভ্যতা।
সময়টা ১৮৫৯ সালের ১৭ সেপ্টেম্বরের সকাল। এক সুসজ্জিত ব্যক্তি সান ফ্রান্সিসকোর ‘দ্য সান ফ্রান্সিসকো ইভনিং বুলেটিনের’ কার্যালয়ে প্রবেশ করে একটি ঘোষণাপত্র জমা দেন, যেখানে নিজেকে ‘যুক্তরাষ্ট্রের সম্রাট’ বলে ঘোষণা করেন। ওই ব্যক্তি ছিলেন জোশুয়া নর্টন।
১২ দিন আগেআজ ফোর টুয়েন্টি (৪২০) দিবস। সংখ্যাটা পড়েই ভাবছেন প্রতারকদের দিবস আজ? না না। এই ফোর টুয়েন্টি সেই ফোর টুয়েন্টি নয়। পশ্চিমা বিশ্বে এই সংখ্যা গাঁজা সংস্কৃতির কোড ভাষা।
১৪ দিন আগেসাম্প্রতিক সময়ে ইউরোপ ও এশিয়ায় বিপুল পরিমাণে পাচার হচ্ছে বড় আকারের লাখ লাখ পিঁপড়া। ইউরোপ ও এশিয়ার দেশগুলোতে এসব পিঁপড়া পোষা প্রাণী হিসেবে বিক্রি হচ্ছে। আফ্রিকার দেশ কেনিয়া থেকে সম্প্রতি হাজার হাজার জীবন্ত পিঁপড়া পাচারকালে ৪ চোরাকারবারিকে আটক করা হয়েছে।
১৮ দিন আগেগত বছর একটি রাতের অনুষ্ঠানে এক ভ্লগারের ক্যামেরায় অপ্রত্যাশিত এবং অশালীন মন্তব্য করে রাতারাতি ভাইরাল হন হেইলি ওয়েলচ। দ্রুতই ‘হক তুয়াহ’ নামে খ্যাতি পান তিনি। সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন এই তরুণী। তিনি জানিয়েছেন, নিজের নামে চালু করা বিতর্কিত ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করে...
২০ দিন আগে