Ajker Patrika

দাবা খেলার সময় শিশুর আঙুল ভাঙল রোবট

আপডেট : ২৫ জুলাই ২০২২, ১৬: ০৭
দাবা খেলার সময় শিশুর আঙুল ভাঙল রোবট

রোবটের সঙ্গে দাবা খেলতে গিয়ে ঘটেছে বিপত্তি। ৭ বছরের শিশুর আঙুল ভেঙে দিয়েছে যন্ত্রমানব। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল এই ঘটনা। প্রশ্ন উঠতে শুরু করেছে যন্ত্রের সঙ্গে খেলার ক্ষেত্রে সুরক্ষা ব্যবস্থা নিয়ে। 

বিবিসি জানায়, রাশিয়ায় মস্কো দাবা ওপেন টুর্নামেন্ট চলাকালীন বিপক্ষের খুদে দাবাড়ুর আঙুল ভেঙে দিয়েছে রোবট। ক্যামেরায় ধরা পড়েছে এই ছবি। মস্কোয় দাবা ওপেন টুর্নামেন্টের আসরে অংশ নিয়েছে ৩০ ছোট্ট দাবাড়ু। তাদের মধ্যে একজন ৭ বছরের ক্রিস্টোফার। গত ১৯ তারিখ রোবটের বিরুদ্ধে তার ম্যাচ চলছিল। সে সময় ঘটে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা। 
 
প্রতিযোগিতার আসরে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, দাবার চাল দিচ্ছিল রোবট। চাল দেওয়ার নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই বিপক্ষে থাকা ক্রিস্টোফার দাবার চাল দিয়ে ফেলে। আর সেই নিয়ম ভাঙার শাস্তি হিসেবে রোবটটি শিশুটির আঙুল মুচড়ে ভেঙে দেয়। শিশুটিকে বাঁচাতে উপস্থিত দর্শকেরা ছুটে যায়। বেশ খানিকক্ষণ চেষ্টার পর খুদে দাবাড়ুকে রোবটের কবল থেকে উদ্ধার করতে সক্ষম হয় তারা। কিন্তু ততক্ষণে আঙুলে গুরুতর চোট লাগে। 

 নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই দাবার চাল দেওয়ায় শিশুর আঙুল মুচড়ে দেয় রোবট। ছবি: টুইটারএই ঘটনার পর প্রশ্নের মুখে পড়েন প্রতিযোগিতার আয়োজকেরা। তাদের দাবি, খেলার সময় অসাবধানতাবশত নিয়ম ভাঙার জেরেই ঘটেছে দুর্ঘটনা। রোবটের চাল দেওয়া শেষ হওয়ার আগেই নিজের ঘুঁটি সরাতে যায় শিশুটি। ফলে যন্ত্র মানবের সেন্সর কাজ করেনি। এ ক্ষেত্রে যান্ত্রিক ত্রুটির ঘটনা ঘটেনি বলেও দাবি করেছেন তাঁরা। তবে তা মানতে নারাজ ওই শিশুর পরিবার। 

এদিকে রোবটের এমন আক্রমণের ঘটনায় নেটিজেনদের কপালে চিন্তার ভাঁজ। তাদের ভাষ্য, এই ঘটনা হলিউডের কল্পকাহিনি নির্ভর ছবির দৃশ্য মনে করিয়ে দিচ্ছে। যেখানে রোবটের হাতেই ধ্বংস হচ্ছে মানবসভ্যতা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

১৯৪৭ থেকে ২০২৫: ভারত-পাকিস্তান যুদ্ধ ও ফলাফল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত