ট্রেনের টিকিট: চট্টগ্রাম-কক্সবাজার রুটে সক্রিয় কালোবাজারিরা
রাজধানীর কমলাপুর রেলস্টেশনে গত বুধবার বেলা সাড়ে ১১টায় স্টেশন ম্যানেজারের কক্ষে ছিল সাধারণ যাত্রীদের ভিড়। সবারই চাওয়া টিকিট। এত মানুষের অনুরোধে স্টেশন ম্যানেজার পড়ে যান বেকায়দায়। কখনো বাইরে যাচ্ছিলেন, কখনো ভেতরে ঢুকছিলেন, আবার কাউকে আশ্বস্তও করছিলেন তিনি।