Ajker Patrika

৪ মাস পর বাগাতিপাড়ার মালঞ্চি রেলস্টেশন আবারও বন্ধ

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৭: ০৯
৪ মাস পর বাগাতিপাড়ার মালঞ্চি রেলস্টেশন আবারও বন্ধ

প্রায় এক যুগ পর চালু হওয়া নাটোরের বাগাতিপাড়ার মালঞ্চি রেলস্টেশন মাত্র চার মাসের মাথায় কার্যক্রম বন্ধ করেছে কর্তৃপক্ষ। ১৯২৭ সালে নির্মিত এই রেলস্টেশন জনবলসংকট দেখিয়ে ১০ ফেব্রুয়ারি দ্বিতীয়বারের মতো বন্ধ করা হয়। 

রেলওয়ের পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজার (জিএম) অসীম কুমার তালুকদার জানান, জনবলসংকটের কারণে স্টেশনটি পুনরায় বন্ধ করা হয়েছে। তবে দ্রুতই স্টেশনটি চালু করা হবে। 

মালঞ্চি রেলস্টেশন সূত্রে জানা গেছে, জনবলসংকটের কারণে ২০১৩ সালে স্টেশনটি বন্ধ করা হয়। এরপর দীর্ঘদিন বন্ধ থাকায় টিকিট কাউন্টার, স্টেশনমাস্টারের কক্ষ এবং বিভিন্ন যন্ত্রপাতিসহ রেলক্রসিং অকেজো হয়ে পড়ে। পরবর্তী সময় প্রায় দুই কোটি টাকা ব্যয়ে স্টেশনের সংস্কারকাজ শেষে গত বছর ১০ অক্টোবর পুনরায় স্টেশনটি সীমিত পরিসরে চালু করা হয়। 

এদিকে, স্টেশনটি বন্ধ হওয়ায় আবারও যোগাযোগ বিড়ম্বনায় পড়লেন বাগাতিপাড়ায় অবস্থিত কাদিরাবাদ সেনানিবাসের সেনাসদস্যরা, বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটির শিক্ষার্থীসহ উপজেলার লক্ষাধিক মানুষ। এ ছাড়া কৃষিপণ্য পরিবহনে বিড়ম্বনা ও বাড়তি ব্যয় হচ্ছে কৃষকদের। 

রেল-সংশ্লিষ্টরা বলেন, স্টেশনটি পূর্ণাঙ্গ রূপে চালু করা গেলে উত্তরাঞ্চলের পার্বতীপুর থেকে রাজধানী ঢাকা ও দক্ষিণাঞ্চলে যাতায়াতকারী ট্রেনসহ সব ট্রেনের ক্রসিং সুবিধা হবে। এর পাশাপাশি শিডিউল বিপর্যয় কমিয়ে আনা সম্ভব হবে।

নাটোর থেকে বেশ দূরে আব্দুলপুর রেলস্টেশনের অবস্থান হওয়ায় সময় বেশি লাগে যাত্রীদের। এ ছাড়া তাদের ভোগান্তি পোহাতে হয়। তাই দ্রুত সময়ের মধ্যে মালঞ্চি রেলস্টেশন চালুর দাবি জানান স্থানীয়রা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত