Ajker Patrika

ফেব্রুয়ারিতে চট্টগ্রাম-কক্সবাজার রুটে চালু হচ্ছে কমিউটার ট্রেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ফেব্রুয়ারিতে চট্টগ্রাম-কক্সবাজার রুটে চালু হচ্ছে কমিউটার ট্রেন

ঢাকা-কক্সবাজার রুটে দুটি আন্তনগর ট্রেনের পর এবার চট্টগ্রাম-কক্সবাজার রুটে চালু হচ্ছে কমিউটার ট্রেন। নব-নির্মিত এই রেলপথে প্রতিদিনই দুটি কমিউটার ট্রেন চলাচল করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

এ বিষয়ে কক্সবাজার আইকনিক স্টেশনের মাস্টার গোলাম রব্বানী আজকের পত্রিকাকে বলেন, যাত্রীদের চাহিদা বিবেচনা করে আগামী মাস থেকে কক্সবাজার-চট্টগ্রাম রুটেও কমিউটার ট্রেন চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। এখনো আমাদের হাতে কাগজ আসেনি। তবে ফেব্রুয়ারি মাস থেকে চালু করা সব রকম চেষ্টা করা হচ্ছে। 

গোলাম রব্বানী বলেন, স্থানীয়দের মধ্যে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন নিয়ে আগ্রহ আছ। কক্সবাজার থেকে রামু, ঈদগাঁও, ডুলাহাজারা, চকরিয়া, হাবরাং, দোহাজারিসহ বিভিন্ন স্টেশনে হয়ে চট্টগ্রাম যেতে পারবে আর কক্সবাজার আসতে পারবে। কমিউটার ট্রেনটি প্রতিদিনই দু’বার করে যাতায়াত করবে। 

এদিকে ঢাকা-কক্সবাজার রুটে দুই জোড়া আন্তনগর ট্রেনে প্রতিদিন যাতায়াত করছেন ৩ হাজার ১৩০ জন যাত্রী। দেশের পর্যটনকে এগিয়ে নিতে পর্যটন নগরী কক্সবাজারে গত বছরের ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেলপথ উদ্বোধন করেন। এরপর গত বছরের ১ ডিসেম্বর ঢাকা-কক্সবাজার রুটে কক্সবাজার এক্সপ্রেস উদ্বোধন করা হয়। এ ট্রেন বিপুল জনপ্রিয়তা পাওয়ায় ১০ জানুয়ারি চালু হয়েছে দ্বিতীয় ট্রেন ‘পর্যটক এক্সপ্রেস’। এবার এই দুটি ট্রেনের পরে যাত্রীদের চাহিদা বিবেচনা করে ফেব্রুয়ারি মাসে কক্সবাজার-চট্টগ্রাম রুটেও চালু হচ্ছে কমিউটার ট্রেন। 

প্রসঙ্গত, ১৮ হাজার ৩৪ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামের দোহাজারি থেকে কক্সবাজার পর্যন্ত নির্মিত হয়েছে ১০১ কিলোমিটার রেলপথ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত