উত্তরা (ঢাকা) প্রতিনিধি
টিকিট কালোবাজারির অভিযোগে এবার রাজধানীর বিমানবন্দর থেকে সাথী আক্তার (৩৩) নামের একজন বুকিং সহকারীকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। তিনি রাজধানী ক্যান্টনমেন্ট স্টেশনে কর্মরত।
বিমানবন্দর রেলস্টেশন থেকে আজ বুধবার বেলা ১১টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে টিকিট কালোবাজারির অভিযোগে তিনজন বুকিং সহকারী গ্রেপ্তার হলেন বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।
রেলওয়ে পুলিশের পুলিশ সুপার (এসপি) মো. আনোয়ার হোসেন আজ বিকেলে আজকের পত্রিকাকে বলেন, ‘বিমানবন্দর রেলস্টেশন থেকে ক্যান্টনমেন্ট স্টেশনের বুকিং সহকারী সাথী আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। এ পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।’
তিনি বলেন, ‘সাথী প্রতিদিন স্টেশনে ডিউটিতে আসা মাত্রই নিজের বুকিং আইডি (DAC-004) দিয়ে বিভিন্ন তারিখের, বিভিন্ন গন্তব্যের ট্রেনের টিকিট কেটে নিজের কাছে রেখে দিতেন। ডিউটি শেষে কেটে রাখা টিকিটগুলো কৌশলে লুকিয়ে নিয়ে স্টেশন ত্যাগ করতেন। পরে টিকিটগুলো তাঁর চক্রের সদস্যদের কাছে হস্তান্তর করে লভ্যাংশের টাকা বুঝে নিতেন। এই কাজে তিনি নিজের পকেটের টাকা, টিকিট কালোবাজারি ও দালালদের সরবরাহকৃত অজ্ঞাত নাগরিকদের জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর এবং নিজের বুকিং আইডি ব্যবহার করতেন।’
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এসপি আনোয়ার বলেন, ‘সাথী ও তাঁর সহযোগীরা গোপনীয়তা রক্ষায় মাঝে মধ্যে হোয়াটসঅ্যাপে কথা বলতেন। গভীর রাতে বিমানবন্দর এলাকায় টিকিট ও অর্থের লেনদেন করতেন।’
এ ঘটনা গ্রেপ্তার হওয়া বুকিং সহকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানানা পুলিশের এই কর্মকর্তা।
টিকিট কালোবাজারির অভিযোগে এবার রাজধানীর বিমানবন্দর থেকে সাথী আক্তার (৩৩) নামের একজন বুকিং সহকারীকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। তিনি রাজধানী ক্যান্টনমেন্ট স্টেশনে কর্মরত।
বিমানবন্দর রেলস্টেশন থেকে আজ বুধবার বেলা ১১টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে টিকিট কালোবাজারির অভিযোগে তিনজন বুকিং সহকারী গ্রেপ্তার হলেন বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।
রেলওয়ে পুলিশের পুলিশ সুপার (এসপি) মো. আনোয়ার হোসেন আজ বিকেলে আজকের পত্রিকাকে বলেন, ‘বিমানবন্দর রেলস্টেশন থেকে ক্যান্টনমেন্ট স্টেশনের বুকিং সহকারী সাথী আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। এ পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।’
তিনি বলেন, ‘সাথী প্রতিদিন স্টেশনে ডিউটিতে আসা মাত্রই নিজের বুকিং আইডি (DAC-004) দিয়ে বিভিন্ন তারিখের, বিভিন্ন গন্তব্যের ট্রেনের টিকিট কেটে নিজের কাছে রেখে দিতেন। ডিউটি শেষে কেটে রাখা টিকিটগুলো কৌশলে লুকিয়ে নিয়ে স্টেশন ত্যাগ করতেন। পরে টিকিটগুলো তাঁর চক্রের সদস্যদের কাছে হস্তান্তর করে লভ্যাংশের টাকা বুঝে নিতেন। এই কাজে তিনি নিজের পকেটের টাকা, টিকিট কালোবাজারি ও দালালদের সরবরাহকৃত অজ্ঞাত নাগরিকদের জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর এবং নিজের বুকিং আইডি ব্যবহার করতেন।’
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এসপি আনোয়ার বলেন, ‘সাথী ও তাঁর সহযোগীরা গোপনীয়তা রক্ষায় মাঝে মধ্যে হোয়াটসঅ্যাপে কথা বলতেন। গভীর রাতে বিমানবন্দর এলাকায় টিকিট ও অর্থের লেনদেন করতেন।’
এ ঘটনা গ্রেপ্তার হওয়া বুকিং সহকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানানা পুলিশের এই কর্মকর্তা।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
১৩ মিনিট আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
১৬ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
২১ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
৩৪ মিনিট আগে