বিচ্ছেদে মানুষ ভেঙে পড়ে কেন, যা বলছেন বিজ্ঞানীরা
একেক মানুষের মন একেক রকম। বিচ্ছেদ, শোক বা কষ্টের যে কারণই থাকুক না কেন, তা প্রত্যেকের দেহে অনেকটা একই রকম প্রভাব ফেলে বলে বিজ্ঞানীদের ধারণা। বিচ্ছেদের পর মনের মধ্যে সন্দেহ ও সংশয়ের উদ্রেক হয়। কেন এমন হলো—এই প্রশ্ন ঘুরপাক খায়; পেটের ভেতরে একধরনের অস্বস্তিকর অনুভূতি হয়।