Ajker Patrika

রহস্য সমাধানের আগেই মারা গেলেন ঝু লিং

রহস্য সমাধানের আগেই মারা গেলেন ঝু লিং

তিন দশক আগে ঝু লিং ছিলেন চীনের সিংহুয়া ইউনিভার্সিটির রসায়নের শিক্ষার্থী। ১৯৯৪ সালে উচ্চ মাত্রায় বিষাক্ত রাসায়নিক থালিয়াম প্রয়োগের শিকার হয়েছিলেন তিনি। এর ফলে শরীর প্যারালাইসিস হয়ে যাওয়া ছাড়াও মস্তিষ্ক অকার্যকর হয়ে প্রায় অন্ধ হয়ে যান তিনি। বছরের পর বছর ধরে দিনের ২৪ ঘণ্টা সেবা ও নজরদারির মধ্যে থাকার পর অবশেষে মারা গেছেন লিং। 

এ বিষয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ঝু লিংকে কে বিষপ্রয়োগ করেছিল তা আজ পর্যন্ত অমীমাংসিতই রয়ে গেছে। চাঞ্চল্যকর এই মামলাটিতে এখন পর্যন্ত কাউকে অভিযুক্ত করা হয়নি। তবে লিংয়ের ক্লাসমেট ও রুমমেট সান উই এই মামলায় একাধিকবার তদন্তের মুখোমুখি হয়েছেন। 

 ১৯৯৭ সালে পুলিশি তদন্তের মুখোমুখি হয়েছিলেন সান উই। কিন্তু পর্যাপ্ত প্রমাণের অভাবে সন্দেহের তালিকা থেকে বাদ দেওয়া হয় তাঁকে। পাশাপাশি এই বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বরাবরই নিজেকে নির্দোষ দাবি করে আসছেন তিনি। শুধু তাই নয়, তিনি তাঁর নামটিকেই পরিবর্তন করে ফেলেন। 

জানা যায়, ১৯৯৪ সালে হঠাৎ একদিন পেটে তীব্র ব্যথা অনুভব করতে শুরু করেছিলেন ঝু লিং। তাঁর চুল পড়ে যেতে শুরু করেছিল। এক মাসের মধ্যে তিনি কোমায় চলে যান। চিকিৎসকেরা পরে নিশ্চিত হন যে, ঝু লিংকে বিষাক্ত থালিয়াম প্রয়োগ করা হয়েছে। নরম এই পদার্থটি পানিতে সহজেই মিশে যায় এবং এটি স্বাদ-গন্ধহীন। 

চাঞ্চল্যকর এই ঘটনাকে কেন্দ্র করে পরবর্তীতে খবর প্রকাশিত হয়, বিশ্ববিদ্যালয়ের যে কম্পাউন্ডে থালিয়াম মজুত রাখা ছিল সেখানে প্রবেশের অনুমতি ছিল ঝু লিংয়ের রুমমেট সান উইয়ের। কিন্তু সান দাবি করেন, ওই কম্পাউন্ডে প্রবেশের অনুমতি শুধু তাঁর একার ছিল না, আরও অনেক শিক্ষার্থীরই ছিল। 

পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা বিশ্বাস করে, সান উই প্রতিহিংসার বশে ঝু লিংকে থালিয়ামের মতো বিষ প্রয়োগ করেছিলেন। কারণ শুধু রূপ নয়, পড়াশোনা ও সংগীতেও অন্যদের চেয়ে এগিয়ে ছিলেন লিং। 

তবে লিংয়ের সঙ্গে কোনো ধরনের শত্রুতা কিংবা প্রতিহিংসাকে অস্বীকার করেছিলেন সান উই। একপর্যায়ে তিনি যুক্তরাষ্ট্রে স্থানান্তরিত হন এবং সেখানেই বসবাস শুরু করেন। ২০১৩ সালে সান উইয়ের বিষয়ে তদন্ত ও তাঁকে বের করে দেওয়ার জন্য মার্কিন কর্তৃপক্ষের কাছে একটি পিটিশন দায়ের করা হয়েছিল। 

পিটিশনে সানের পরিবারের শক্তিশালী রাজনৈতিক সংযোগ রয়েছে বলে বর্ণনা করা হয়। তবে ওই পিটিশনের বিষয়ে এক প্রতিক্রিয়ায় হোয়াইট হাউস এই বিষয়ে কোনো ধরনের মন্তব্য করতে অস্বীকার করে। যদিও ঝু লিংয়ের বিষক্রিয়ার বিষয়টিকে ‘দুঃখজনক’ বলে আখ্যায়িত করেছিল মার্কিন প্রশাসন। 

সান উইয়ের দাদা সান ইউইকি একজন প্রভাবশালী চীনা কর্মকর্তা ছিলেন। তাই জল্পনা ছিল—সানের বিষয়ে তদন্তে তাঁর দাদা হস্তক্ষেপ করেছিলেন। তবে সান দাবি করেছিলেন—তিনি যখন পুলিশি জিজ্ঞাসাবাদের শিকার হন ততদিনে তাঁর দাদার মৃত্যু হয়েছে। তদন্তে কারও হস্তক্ষেপের অভিযোগ নাকচ করে দিয়েছিল পুলিশও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত