Ajker Patrika

লিটভিনেঙ্কোর হত্যাকারী পুতিন সহচরও একই রাসায়নিকে ক্যানসারে আক্রান্ত

আপডেট : ১৪ আগস্ট ২০২৩, ২০: ১৫
লিটভিনেঙ্কোর হত্যাকারী পুতিন সহচরও একই রাসায়নিকে ক্যানসারে আক্রান্ত

এক সময় রুশ গোয়েন্দা সংস্থা কেজিবি ও দেশটির কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার উচ্চ পদস্থ কর্মকর্তা ছিলেন আলেক্সান্ডার লিটভিনেঙ্কো। পরে এই বাহিনীগুলোর অভ্যন্তরীণ দুর্নীতি নিয়ে প্রতিবাদ করলে ১৯৯৮ সালে বহিষ্কার করা হয় তাঁকে। 

রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তখন কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার প্রধান ছিলেন। তাঁর রোষানল থেকে বাঁচতে শেষ পর্যন্ত যুক্তরাজ্যে পালিয়ে যান লিটভিনেঙ্কো। শুধু তাই নয়, ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই-সিক্সের হয়ে কাজও শুরু করেন। 

এ অবস্থায় লিটভিনেঙ্কোকে চিরতরে সরিয়ে দিতে ২০০৬ সালে কেজিবির দুই গোয়েন্দাকে যুক্তরাজ্যে পাঠান পুতিন। তাঁদেরই একজন ছিলেন আন্দ্রেই লুগোভই। লিটভিনেঙ্কোর সঙ্গে লন্ডনের মিলেনিয়াম হোটেলে সাক্ষাৎ করে তাঁর চায়ের কাপে শক্তিশালী রাসায়নিক অস্ত্র ‘পেলোনিয়াম’ ঢেলে দিয়েছিলেন লুগোভই। মারাত্মক ওই রাসায়নিকের তেজস্ক্রিয়তায় ২৩ দিন ভোগে মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন লিটভিনেঙ্কো। তবে মৃত্যুর আগে হাসপাতালের বিছানায় শুয়েই রাসায়নিক হামলার রহস্য উদ্ঘাটন করে গিয়েছিলেন তিনি। এ ছাড়া হামলা করে রাশিয়ায় ফিরে যাওয়ার পথে পথে বিভিন্ন বিমানবন্দরে তেজস্ক্রিয়তার ছাপ রেখে গিয়েছিলেন লুগোভই ও তাঁর সঙ্গী দিমিত্রি কভতুন। গত বছর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন কভতুন। 

আজ সোমবার ব্রিটিশ গণমাধ্যমগুলো জানিয়েছে, লিটভিনেঙ্কোকে হত্যা করা রুশ গোয়েন্দা লুগোভইও শেষ পর্যন্ত ক্যানসারে আক্রান্ত হয়েছেন। তাঁর শরীরের টিউমার পরীক্ষা করে দেখা গেছে, সে রাসায়নিক দিয়ে তিনি লিটভিনেঙ্কোকে হত্যা করেছিলেন সেই একই রাসায়নিকের কারণেই ক্যানাসারে আক্রান্ত হয়েছেন তিনি। 

বর্তমানে ৫৬ বছর বয়সী লুগোভই রুশ সংসদের সদস্য এবং ইউক্রেন হামলার ঘোর সমর্থক। কতগুলো ফাঁস হওয়া ইমেইলের বরাতে তাঁর প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হওয়ার খবরটি মস্কোতে চাউর হয়ে গেছে। ইউক্রেনের একটি সাইবার প্রতিরোধ গ্রুপ ওই ইমেইলগুলো ফাঁস করেছে বলে জানা গেছে। 

ফাঁস ই-মেইল থেকে জানা গেছে, গত ৫ এপ্রিল লুগোভইকে তেজস্ক্রিয় থেরাপি ব্যবস্থার প্রস্তাব করেন চিকিৎসকেরা। যদিও লুগোভই লিখিতভাবে কোনো অস্ত্রোপচার এবং তেজস্ক্রিয় থেরাপি নিতে অস্বীকার করেন এবং সার্বক্ষণিক পর্যবেক্ষণের ভিত্তিতে চিকিৎসা চালিয়ে যেতে বলেন। 

উল্লেখ্য, গত মে মাসেই লুগোভই দাবি করেছিলেন—ইউক্রেনের হ্যাকাররা তাঁর ই-মেইল অ্যাকাউন্ট হ্যাক করেছে। শুধু তাই নয়, লুগোভই দাবি করেছিলেন—হ্যাকাররা তাঁর ৩৪ বছর বয়সী গায়িকা স্ত্রীর অ্যাকাউন্টেও গোপনে প্রবেশ করেছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত