এক সময় রুশ গোয়েন্দা সংস্থা কেজিবি ও দেশটির কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার উচ্চ পদস্থ কর্মকর্তা ছিলেন আলেক্সান্ডার লিটভিনেঙ্কো। পরে এই বাহিনীগুলোর অভ্যন্তরীণ দুর্নীতি নিয়ে প্রতিবাদ করলে ১৯৯৮ সালে বহিষ্কার করা হয় তাঁকে।
রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তখন কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার প্রধান ছিলেন। তাঁর রোষানল থেকে বাঁচতে শেষ পর্যন্ত যুক্তরাজ্যে পালিয়ে যান লিটভিনেঙ্কো। শুধু তাই নয়, ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই-সিক্সের হয়ে কাজও শুরু করেন।
এ অবস্থায় লিটভিনেঙ্কোকে চিরতরে সরিয়ে দিতে ২০০৬ সালে কেজিবির দুই গোয়েন্দাকে যুক্তরাজ্যে পাঠান পুতিন। তাঁদেরই একজন ছিলেন আন্দ্রেই লুগোভই। লিটভিনেঙ্কোর সঙ্গে লন্ডনের মিলেনিয়াম হোটেলে সাক্ষাৎ করে তাঁর চায়ের কাপে শক্তিশালী রাসায়নিক অস্ত্র ‘পেলোনিয়াম’ ঢেলে দিয়েছিলেন লুগোভই। মারাত্মক ওই রাসায়নিকের তেজস্ক্রিয়তায় ২৩ দিন ভোগে মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন লিটভিনেঙ্কো। তবে মৃত্যুর আগে হাসপাতালের বিছানায় শুয়েই রাসায়নিক হামলার রহস্য উদ্ঘাটন করে গিয়েছিলেন তিনি। এ ছাড়া হামলা করে রাশিয়ায় ফিরে যাওয়ার পথে পথে বিভিন্ন বিমানবন্দরে তেজস্ক্রিয়তার ছাপ রেখে গিয়েছিলেন লুগোভই ও তাঁর সঙ্গী দিমিত্রি কভতুন। গত বছর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন কভতুন।
আজ সোমবার ব্রিটিশ গণমাধ্যমগুলো জানিয়েছে, লিটভিনেঙ্কোকে হত্যা করা রুশ গোয়েন্দা লুগোভইও শেষ পর্যন্ত ক্যানসারে আক্রান্ত হয়েছেন। তাঁর শরীরের টিউমার পরীক্ষা করে দেখা গেছে, সে রাসায়নিক দিয়ে তিনি লিটভিনেঙ্কোকে হত্যা করেছিলেন সেই একই রাসায়নিকের কারণেই ক্যানাসারে আক্রান্ত হয়েছেন তিনি।
বর্তমানে ৫৬ বছর বয়সী লুগোভই রুশ সংসদের সদস্য এবং ইউক্রেন হামলার ঘোর সমর্থক। কতগুলো ফাঁস হওয়া ইমেইলের বরাতে তাঁর প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হওয়ার খবরটি মস্কোতে চাউর হয়ে গেছে। ইউক্রেনের একটি সাইবার প্রতিরোধ গ্রুপ ওই ইমেইলগুলো ফাঁস করেছে বলে জানা গেছে।
ফাঁস ই-মেইল থেকে জানা গেছে, গত ৫ এপ্রিল লুগোভইকে তেজস্ক্রিয় থেরাপি ব্যবস্থার প্রস্তাব করেন চিকিৎসকেরা। যদিও লুগোভই লিখিতভাবে কোনো অস্ত্রোপচার এবং তেজস্ক্রিয় থেরাপি নিতে অস্বীকার করেন এবং সার্বক্ষণিক পর্যবেক্ষণের ভিত্তিতে চিকিৎসা চালিয়ে যেতে বলেন।
উল্লেখ্য, গত মে মাসেই লুগোভই দাবি করেছিলেন—ইউক্রেনের হ্যাকাররা তাঁর ই-মেইল অ্যাকাউন্ট হ্যাক করেছে। শুধু তাই নয়, লুগোভই দাবি করেছিলেন—হ্যাকাররা তাঁর ৩৪ বছর বয়সী গায়িকা স্ত্রীর অ্যাকাউন্টেও গোপনে প্রবেশ করেছিল।
এক সময় রুশ গোয়েন্দা সংস্থা কেজিবি ও দেশটির কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার উচ্চ পদস্থ কর্মকর্তা ছিলেন আলেক্সান্ডার লিটভিনেঙ্কো। পরে এই বাহিনীগুলোর অভ্যন্তরীণ দুর্নীতি নিয়ে প্রতিবাদ করলে ১৯৯৮ সালে বহিষ্কার করা হয় তাঁকে।
রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তখন কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার প্রধান ছিলেন। তাঁর রোষানল থেকে বাঁচতে শেষ পর্যন্ত যুক্তরাজ্যে পালিয়ে যান লিটভিনেঙ্কো। শুধু তাই নয়, ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই-সিক্সের হয়ে কাজও শুরু করেন।
এ অবস্থায় লিটভিনেঙ্কোকে চিরতরে সরিয়ে দিতে ২০০৬ সালে কেজিবির দুই গোয়েন্দাকে যুক্তরাজ্যে পাঠান পুতিন। তাঁদেরই একজন ছিলেন আন্দ্রেই লুগোভই। লিটভিনেঙ্কোর সঙ্গে লন্ডনের মিলেনিয়াম হোটেলে সাক্ষাৎ করে তাঁর চায়ের কাপে শক্তিশালী রাসায়নিক অস্ত্র ‘পেলোনিয়াম’ ঢেলে দিয়েছিলেন লুগোভই। মারাত্মক ওই রাসায়নিকের তেজস্ক্রিয়তায় ২৩ দিন ভোগে মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন লিটভিনেঙ্কো। তবে মৃত্যুর আগে হাসপাতালের বিছানায় শুয়েই রাসায়নিক হামলার রহস্য উদ্ঘাটন করে গিয়েছিলেন তিনি। এ ছাড়া হামলা করে রাশিয়ায় ফিরে যাওয়ার পথে পথে বিভিন্ন বিমানবন্দরে তেজস্ক্রিয়তার ছাপ রেখে গিয়েছিলেন লুগোভই ও তাঁর সঙ্গী দিমিত্রি কভতুন। গত বছর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন কভতুন।
আজ সোমবার ব্রিটিশ গণমাধ্যমগুলো জানিয়েছে, লিটভিনেঙ্কোকে হত্যা করা রুশ গোয়েন্দা লুগোভইও শেষ পর্যন্ত ক্যানসারে আক্রান্ত হয়েছেন। তাঁর শরীরের টিউমার পরীক্ষা করে দেখা গেছে, সে রাসায়নিক দিয়ে তিনি লিটভিনেঙ্কোকে হত্যা করেছিলেন সেই একই রাসায়নিকের কারণেই ক্যানাসারে আক্রান্ত হয়েছেন তিনি।
বর্তমানে ৫৬ বছর বয়সী লুগোভই রুশ সংসদের সদস্য এবং ইউক্রেন হামলার ঘোর সমর্থক। কতগুলো ফাঁস হওয়া ইমেইলের বরাতে তাঁর প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হওয়ার খবরটি মস্কোতে চাউর হয়ে গেছে। ইউক্রেনের একটি সাইবার প্রতিরোধ গ্রুপ ওই ইমেইলগুলো ফাঁস করেছে বলে জানা গেছে।
ফাঁস ই-মেইল থেকে জানা গেছে, গত ৫ এপ্রিল লুগোভইকে তেজস্ক্রিয় থেরাপি ব্যবস্থার প্রস্তাব করেন চিকিৎসকেরা। যদিও লুগোভই লিখিতভাবে কোনো অস্ত্রোপচার এবং তেজস্ক্রিয় থেরাপি নিতে অস্বীকার করেন এবং সার্বক্ষণিক পর্যবেক্ষণের ভিত্তিতে চিকিৎসা চালিয়ে যেতে বলেন।
উল্লেখ্য, গত মে মাসেই লুগোভই দাবি করেছিলেন—ইউক্রেনের হ্যাকাররা তাঁর ই-মেইল অ্যাকাউন্ট হ্যাক করেছে। শুধু তাই নয়, লুগোভই দাবি করেছিলেন—হ্যাকাররা তাঁর ৩৪ বছর বয়সী গায়িকা স্ত্রীর অ্যাকাউন্টেও গোপনে প্রবেশ করেছিল।
গতকাল মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টায় কলকাতার বড়বাজারের মেছুয়া ফলপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের অন্তত ১০টি ইউনিটের ৮ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আনন্দবাজারের সকাল ৭টার প্রতিবেদনে জানানো হয়েছে, তখনো আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি।
৫ মিনিট আগেভারতের অন্ধ্রপ্রদেশে মন্দিরে দেয়াল ধসে অন্তত ৮ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। স্থানীয় সময় আজ বুধবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। দেয়াল ধসে পড়ার কারণ এখনো জানা যায়নি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়েছে।
১৫ মিনিট আগেভারত আগামী ২৪-৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে হামলা চালাবে বলে দাবি করেছেন দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার গভীর রাতে সংবাদ সম্মেলন আয়োজন করে এই দাবি করেন তারার। তবে তিনি তাঁর দাবির পক্ষে কোনো তথ্য-প্রমাণ উপস্থাপন করেননি। কেবল গোয়েন্দা তথ্যের কথা বলেছেন।
৩৩ মিনিট আগেভারত অভিযোগ করেছে, পাকিস্তানি সেনারা আন্তর্জাতিক সীমানা পেরিয়ে ভেতরে ঢুকে গুলি চালিয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে টানা ষষ্ঠ দিনের মতো সীমান্তে গুলি চালাল পাকিস্তানি সেনারা। পাল্টা জবাব দেওয়ারও দাবি করেছে ভারত। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে