মান না বাড়িয়ে দাম বাড়ানোর প্রতিবাদ জানাল জাসদ
রাজশাহীতে পানির দাম এক লাফে তিন গুণ বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে জাসদের মহানগর শাখা। গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে নগর জাসদ এর প্রতিবাদ জানিয়ে বলেছে, পানির মান না বাড়িয়ে মূল্য বৃদ্ধি অযৌক্তিক। জাসদ পানির দাম আগের মতোই রাখার দাবি জানিয়েছে।