Ajker Patrika

মান না বাড়িয়ে দাম বাড়ানোর প্রতিবাদ জানাল জাসদ

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১১: ০৩
মান না বাড়িয়ে দাম বাড়ানোর প্রতিবাদ জানাল জাসদ

রাজশাহীতে পানির দাম এক লাফে তিন গুণ বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে জাসদের মহানগর শাখা। গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে নগর জাসদ এর প্রতিবাদ জানিয়ে বলেছে, পানির মান না বাড়িয়ে মূল্য বৃদ্ধি অযৌক্তিক। জাসদ পানির দাম আগের মতোই রাখার দাবি জানিয়েছে।

তবে ১ ফেব্রুয়ারি থেকে রাজশাহী ওয়াসা পানির নতুন মূল্য কার্যকর করেছে। এ জন্য এক মাস আগেই তারা পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছে। তখন কেউ প্রতিবাদ জানাননি। অবশেষে নতুন মূল্য কার্যকর হওয়ার পর জাসদ এর প্রতিবাদ জানিয়ে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি পাঠিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রাহক পর্যায়ে কোনোরূপ মতামত বা অবগত না করে হঠাৎ এক লাফে রাজশাহী ওয়াসা পানির বিল তিন গুণ বাড়িয়ে দেওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করছে রাজশাহী মহানগর জাসদ।

নগর জাসদের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলী ও সাধারণ সম্পাদক আমিরুল কবির বাবু রাজশাহী ওয়াসা কর্তৃপক্ষের এ হঠকারী সিদ্ধান্তে তীব্র ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে এ জনবিরোধী সিদ্ধান্ত বাতিলের দাবি জানান। তাঁরা বলেন, জাসদ মনে করে করোনার চলমান মহামারির কবলে যখন নগরবাসী তাঁদের ব্যবসা-বাণিজ্য-চাকরিতে আয়-রোজগার হারিয়ে দিশেহারা, ঠিক তখনই রাজশাহী ওয়াসা কর্তৃপক্ষের পানির মূল্যবৃদ্ধির এ হঠকারী সিদ্ধান্ত শুধু গণবিরোধীই নয়; বরং মড়ার উপর খাঁড়ার ঘা।

জাসদ আরও বলেছে, সম্প্রতি পরীক্ষা-নিরীক্ষায় রাজশাহী ওয়াসার পানি পানের অনুপোযোগী বলে প্রতীয়মান হয়েছে। এ সমস্যার সমাধান না করে একতরফা জনগণের ওপর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি চাপিয়ে দেওয়াটা এ মহামারি-মন্দায় কোনোভাবেই কাম্য হতে পারে না। পানির মূল্য বৃদ্ধি করতে হলে সর্বস্তরের জনগণকে নিয়ে করোনা মহামারির প্রকোপ কমে যাওয়ার পর একটি গণশুনানির আয়োজন করা যেতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত