আওয়ামী লীগ এখন ‘মলম পার্টি’র সমপর্যায়ে চলে গেছে: আলাল
ঢাকায় মহাখালী বাসস্ট্যান্ড অতিক্রম করার সময় ডানে-বামে তাকিয়ে দেখবেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের বড় বড় ব্যানার টাঙানো আছে। সেখানে লেখা আছে, ‘অজ্ঞান পার্টি, মলম পার্টি হতে সাবধান।’ এই আওয়ামী লীগ এখন সেই অজ্ঞান পার্টি, মলম পার্টির সমপর্যায়ে চলে গেছে। এখন এই দলকে কখনো মনে হয়, আওয়ামী ক্যাসিনো লীগ...