Ajker Patrika

বেরোবি শিক্ষার্থী মাসুদের ছাত্রত্ব নিয়মিত করতে হাইকোর্টের রুল

বেরোবি প্রতিনিধি
বেরোবি শিক্ষার্থী মাসুদের ছাত্রত্ব নিয়মিত করতে হাইকোর্টের রুল

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মাসুদের ছাত্রত্ব নিয়মিতকরণ করতে রুল জারি করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে মাসুদকে চলতি শিক্ষাবর্ষে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, পরীক্ষা নিয়ন্ত্রক এবং রেজিস্ট্রারকে এই নির্দেশ বাস্তবায়নের আদেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। গতকাল রোববার হাইকোর্টের বিচারপতি কেএম কামরুল কাদের এবং বিচারপতি মোহাম্মদ আলীর দ্বৈত বেঞ্চে এই আদেশ প্রদান করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইমরান হোসাইন রুমেল।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাসুদ রানা ব্যক্তিগত কারণে ওই সেশনে ক্লাসে অংশগ্রহণ না করে পরবর্তী সেশনে (২০১৫-১৬) পুনঃভর্তি হয়ে প্রথম বর্ষের প্রথম ও দ্বিতীয় সেমিস্টার সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি পারিবারিক ও ব্যক্তিগত কারণে ২০১৫-১৬ সেশনের ২য় বর্ষের প্রথম সেমিস্টার ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে পারেনি। পরে তাঁর আবেদনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ২০ তম একাডেমিক কাউন্সিলে মাসুদকে (২০১৬-১৭) শিক্ষাবর্ষে পুনঃভর্তির জন্য সুপারিশ করা হয়। কিন্তু একাডেমিক কাউন্সিলের সুপারিশের পরও তাঁকে কোনো ধরনের কন্টিনিউয়াস পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না দিয়ে, শুধুমাত্র সেমিস্টার ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। মাসুদকে প্রতিটি কোর্সের শুধুমাত্র ৫০ মার্কের ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ায় মাসুদ ওই পরীক্ষায় পাস মার্কস তুলতে ব্যর্থ হয়।

ওই সময় ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান, পরীক্ষা নিয়ন্ত্রকসহ সংশ্লিষ্টদের কাছে বারবার আবেদনের পরও মাসুদের ধারাবাহিক পরীক্ষার কোনো সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষার্থী মাসুদ। পরে ২২ তম একাডেমিক কাউন্সিলে মাসুদের পরীক্ষা গ্রহণের আর কোনো সুযোগ নেই বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এমতাবস্থায় নিরুপায় হয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয় মাসুদ।

ভুক্তভোগী মাসুদ রানা অভিযোগ করে বলেন, ‘ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ ও একাডেমিক কাউন্সিলের উদাসীনতার কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। হাইকোর্টের রুলজারিতে আমি এখন সন্তুষ্ট।’

এ বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ইমরান হোসাইন রুমেল আজকের পত্রিকাকে বলেন, ‘একাডেমিক কাউন্সিলের সুপারিশের পরও মাসুদের কন্টিনিউয়াস পরীক্ষা না নিয়ে তার প্রতি ইনজাস্টিস করা হয়েছে। মাসুদের আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট পরীক্ষা গ্রহণ করে তাঁর ছাত্রত্ব নিয়মিতকরণের আদেশ প্রদান করেছেন।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের লিগ্যাল অফিসার রেহেনা আক্তার মণি আজকের পত্রিকাকে বলেন, ‘অফিশিয়ালি এ সম্পর্কিত কোনো কাগজ এখনো আমরা পাইনি।’

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘এই বিষয়ে আমার কাছে কোনো কাগজ আসেনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত