টিকিট পেতে ঢাকায় দৌড়ঝাঁপ জনপ্রতিনিধিশূন্য এলাকা
জনপ্রতিনিধিশূন্য হয়ে পড়েছে মিঠাপুকুর। ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে এবং পাইয়ে দিতে প্রায় সবাই এখন ঢাকায় অবস্থান করছেন বলে জানা গেছে। তাঁদের মধ্যে আছেন বর্তমান ১৬ ইউপি চেয়ারম্যান এবং স্থানীয় সাংসদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যান।