শাল্লায় ২৯ বছর ধরে স্থবির যুবলীগের কার্যক্রম
দল গোছানো, সম্মেলন, কোনোটাই হয়নি শাল্লা উপজেলা যুবলীগের। বরং দায়িত্ব গ্রহণকারীরাই লিপ্ত হয়েছেন কেওয়াজ-কোন্দলে। হয়েছে শুধু একের পর এক আহ্বায়ক কমিটি। তিন মাস মেয়াদের কমিটি বছরের পর বছর পার করেন। ২৯ বছর ধরে আহ্বায়ক কমিটিতে ভর করেই চলছে যুবলীগের রাজনীতি। বর্তমানে কোন কমিটি না থাকায় স্থবির হয়ে পড়েছে উপজে