Ajker Patrika

বাউফলে পরিবার পরিকল্পনা পরিদর্শকের ওপর হামলা

বাউফলে পরিবার পরিকল্পনা পরিদর্শকের ওপর হামলা

পটুয়াখালীর বাউফল উপজেলায় এক ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শকের ওপর হামলার ঘটনা ঘটেছে। তাঁর নাম মো. হেলাল উদ্দিন (৩২)। অভিযোগ উঠেছে, স্থানীয় যুবলীগ নেতার নেতৃত্বে হামলা চালানো হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় উপজেলার নওমালা ইউনিয়নের ভাঙা সেতু এলাকায় হামলার ঘটনাটি ঘটে। 

জানা গেছে, হেলাল উদ্দিন নওমালা ইউনিয়নের বটকাজল গ্রামের বাসিন্দা ও পরিবার পরিকল্পনা পরিদর্শক। এছাড়া তিনি আদাবাড়িয়া ও কনকদিয়া ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শকের অতিরিক্ত দায়িত্বে আছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সোমবার সন্ধ্যায় হেলাল উদ্দিন বাড়ি থেকে স্থানীয় নগরের হাটে যাওয়ার সময় ভাঙা সেতু এলাকায় পৌঁছালে নওমালা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. কবির মৃধার (৩৫) নেতৃত্বে ১০-১২ জনের একটি দল হামলা চালায়। তাঁরা হেলালকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

জানা গেছে, হেলালের বড় ভাই মো. আবুল কালাম নওমালা ইউনিয়ন যুবলীগের সভাপতি। তাই কবির মৃধার সঙ্গে তাঁর আধিপত্য বিস্তার ও দলীয় অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করেই এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা এলাকাবাসীর।

তবে এই হামলার অভিযোগ অস্বীকার করেছেন যুবলীগ নেতা কবির মৃধা।

এ হামলার বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর সহজ উপায় জানালেন বিজ্ঞানীরা

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত