ভাঙ্গুড়া (পাবনা), প্রতিনিধি
নাম তাঁর নুর-ঊন-নবী মণ্ডল দুলাল। বয়স ৪৬ বছর। এলাকায় দুলাল মাস্টার হিসেবেই পরিচিত। বিএ পাস করেছেন তিনি। বিগত ৩০ বছর এলাকার সরকারি-বেসরকারি বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন দুলাল মাস্টার। কিন্তু শিক্ষকতা থেকে স্বেচ্ছায় অবসর নিয়ে সক্রিয় হন রাজনীতিতে। চলতি বছর খানমরিচ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেতে মাঠে নেমেছেন তিনি।
দুলাল মাস্টারের বাড়ি পাবনার ভাঙ্গুড়ার খানমরিচ ইউনিয়নের ময়দানদীঘি গ্রামে। ওই এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী মরহুম আব্দুল কাদের মাস্টারের সন্তান তিনি। তাঁর চার ছেলে ও দুই মেয়ে রয়েছে।
জানা যায়, ছাত্রজীবন থেকেই মুজিব আদর্শ লালন করায় রাজনীতিতে জড়িয়ে পড়েন দুলাল মাস্টার। জনপ্রতিনিধি হয়ে মানুষের কল্যাণে কাজ করতে চান তিনি। তাই সবশেষে স্থানীয় ময়দানদীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে থাকা অবস্থায় গত বছরের ৩০ সেপ্টেম্বর চাকরি থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন।
রাজনৈতিক জীবনে খানমরিচ ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন দুলাল মাস্টার। বর্তমানে তিনি ইউনিয়ন যুবলীগের সভাপতি হিসেবে নেতৃত্ব দিয়ে আসছেন। যুবলীগের পদে থাকলেও খানমরিচ ইউনিয়ন আওয়ামী লীগের রাজনীতিকে অন্তরে লালন করেন তিনি। এলাকায় তাঁর বেশ জনপ্রিয়তা রয়েছে। রাজনৈতিক মামলায় জেল খাটতেও হয়েছে তাঁকে। এ ছাড়া বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে এলাকায় জনকল্যাণমূলক কাজ করছেন ওই মাস্টার।
বর্তমানে খানমরিচ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেতে মাঠে নেমেছেন তিনি। এরই মধ্যে কর্মী-সমর্থকদের নিয়ে ইউনিয়নের বিভিন্ন গ্রাম-মহল্লা চষে বেড়াচ্ছেন। ২০১১ সালে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক থাকা অবস্থায় খানমরিচ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। সেই নির্বাচনে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হন তিনি।
এ বিষয়ে নুর-ঊন-নবী মণ্ডল দুলাল আজকের পত্রিকাকে বলেন, `বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে মানবতার সেবায় নিজেকে উৎসর্গ করতেই আমি জনপ্রতিনিধি হতে চাই। আসছে ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন লাভের আশায় সরকারি চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নিয়েছি। এখন মাঠে সক্রিয় রয়েছি।'
নাম তাঁর নুর-ঊন-নবী মণ্ডল দুলাল। বয়স ৪৬ বছর। এলাকায় দুলাল মাস্টার হিসেবেই পরিচিত। বিএ পাস করেছেন তিনি। বিগত ৩০ বছর এলাকার সরকারি-বেসরকারি বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন দুলাল মাস্টার। কিন্তু শিক্ষকতা থেকে স্বেচ্ছায় অবসর নিয়ে সক্রিয় হন রাজনীতিতে। চলতি বছর খানমরিচ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেতে মাঠে নেমেছেন তিনি।
দুলাল মাস্টারের বাড়ি পাবনার ভাঙ্গুড়ার খানমরিচ ইউনিয়নের ময়দানদীঘি গ্রামে। ওই এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী মরহুম আব্দুল কাদের মাস্টারের সন্তান তিনি। তাঁর চার ছেলে ও দুই মেয়ে রয়েছে।
জানা যায়, ছাত্রজীবন থেকেই মুজিব আদর্শ লালন করায় রাজনীতিতে জড়িয়ে পড়েন দুলাল মাস্টার। জনপ্রতিনিধি হয়ে মানুষের কল্যাণে কাজ করতে চান তিনি। তাই সবশেষে স্থানীয় ময়দানদীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে থাকা অবস্থায় গত বছরের ৩০ সেপ্টেম্বর চাকরি থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন।
রাজনৈতিক জীবনে খানমরিচ ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন দুলাল মাস্টার। বর্তমানে তিনি ইউনিয়ন যুবলীগের সভাপতি হিসেবে নেতৃত্ব দিয়ে আসছেন। যুবলীগের পদে থাকলেও খানমরিচ ইউনিয়ন আওয়ামী লীগের রাজনীতিকে অন্তরে লালন করেন তিনি। এলাকায় তাঁর বেশ জনপ্রিয়তা রয়েছে। রাজনৈতিক মামলায় জেল খাটতেও হয়েছে তাঁকে। এ ছাড়া বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে এলাকায় জনকল্যাণমূলক কাজ করছেন ওই মাস্টার।
বর্তমানে খানমরিচ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেতে মাঠে নেমেছেন তিনি। এরই মধ্যে কর্মী-সমর্থকদের নিয়ে ইউনিয়নের বিভিন্ন গ্রাম-মহল্লা চষে বেড়াচ্ছেন। ২০১১ সালে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক থাকা অবস্থায় খানমরিচ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। সেই নির্বাচনে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হন তিনি।
এ বিষয়ে নুর-ঊন-নবী মণ্ডল দুলাল আজকের পত্রিকাকে বলেন, `বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে মানবতার সেবায় নিজেকে উৎসর্গ করতেই আমি জনপ্রতিনিধি হতে চাই। আসছে ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন লাভের আশায় সরকারি চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নিয়েছি। এখন মাঠে সক্রিয় রয়েছি।'
রাজধানীর মিরপুরের পল্লবীতে মেট্রোরেল স্টেশনের পিলারে মোটরসাইকেলের ধাক্কা লেগে ইমন মোল্লা (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত ১২টার দিকে পল্লবীতে মেট্রোরেল স্টেশনের নিচে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ২টার...
২ মিনিট আগেবিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, এই ১০ বাংলাদেশি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করলে সে দেশের তুরা জেলা পুলিশ তাদের আটক করে। পরে রোববার বিকেলে নাকুগাঁও আইসিপি দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। রাত সাড়ে ১০টার দিকে বিজিবি তাদের নালিতাবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করে।
৩০ মিনিট আগে৯৬ ঘণ্টা পর আজ (১১ আগস্ট) সকাল ৭ টা থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমা।
৩৫ মিনিট আগেনিহত রুপলালের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে ৭০০ জন অজ্ঞাতনামা আসামি দিয়ে গতকাল রোববার দুপুরে তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে রাতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেন।
৩৮ মিনিট আগে