চায়ের দেশে শীতের আমেজ
সবুজ পাতার খামের ভেতর হলুদ গাঁদা চিঠি লিখে, কোন পাথারের ওপার থেকে আনল ডেকে হেমন্তকে? কবি সুফিয়া কামালের কবিতার এই লাইনগুলো জানান দিচ্ছে হেমন্ত এসে গেছে। সকালের প্রথম রোদের মিষ্টি আভা বলে দেয় চায়ের দেশ খ্যাত মৌলভীবাজারে শীতের আগমনী।