Ajker Patrika

ছুরিকাঘাতে যুবলীগ নেতা নিহত

আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১৬: ৩১
ছুরিকাঘাতে যুবলীগ নেতা নিহত

কমলগঞ্জ উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নাজমুল হাসান (৩৫) নামে এক ব্যবসায়ী নেতা খুন হয়েছেন। গত রোববার দুপুর ২টায় রহিমপুর ইউনিয়নের চৈত্রঘাট বাজারে তাঁকে ছুরিকাঘাত করা হয়। নাজমুল রহিমপুর ইউনিয়নের প্রতাপী গ্রামের লুকুছ মিয়ার ছেলে। তিনি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও রহিমপুর ইউনিয়ন যুবলীগ নেতা।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে একটি মাইক্রোবাসযোগে দুর্বৃত্তরা চৈত্রঘাট বাজারে এসে নাজমুলকে তাঁর বাসার সামনে ছুরিকাঘাত করে। এরপর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে সন্ধ্যা ৭টায় চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

এদিকে তাঁর মৃত্যুর সংবাদ প্রকাশ হওয়ার পর চৈত্রঘাট বাজার এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়। বিক্ষুব্ধ জনতা একই এলাকার প্রতিপক্ষ জুয়েল আহমদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে।

রহিমপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. আজির উদ্দীন মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, প্রতাপী গ্রামের জুয়েল আহমদের সঙ্গে ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরসহ নানা বিষয় নিয়ে তাঁদের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। গুরুতর আহত অবস্থায় সামাজিক যোগাযোগের মাধ্যমের একটি লাইভে নাজমুল হাসান ছুরিকাঘাতের সময় কয়েক জনের নাম প্রকাশ করে বলেন, তিনি তাদের চিনতে পেরেছেন।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

সিঙ্গাপুরে স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ৭ হাজার টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত