Ajker Patrika

কমলগঞ্জে যুবলীগ নেতা খুনের ঘটনায় আটক ২ 

আপডেট : ০৮ নভেম্বর ২০২২, ১২: ৫৮
কমলগঞ্জে যুবলীগ নেতা খুনের ঘটনায় আটক ২ 

মৌলভীবাজারের কমলগঞ্জ চৈত্রঘাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও যুবলীগ নেতা খুনের ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে দুজনকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার তাঁদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। তবে আটককৃতদের নাম জানা যায়নি। 

পুলিশের কাছ থেকে পাওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, নাজমুল হাসান বাজারের একটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় একটি মাইক্রোবাস থেকে ৭ জন নেমে রামদা দিয়ে তাঁকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এ সময় আরও তিনজন যুক্ত হয়। তারাও নাজমুলকে কোপাতে থাকেন। এরপর নাজমুল মাটিতে পড়ে থাকেন। পরে স্থানীয়রা তাঁকে হাসপাতালে নিয়ে যান।

কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান আজকের পত্রিকাকে বলেন, সিসিটিভির ফুটেজ দেখে আমরা আসামিদের শনাক্ত করতে পেরেছি। আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে। এরই মধ্যে দুজন আসামিকে আটক করা হয়েছে।

উল্লেখ্য, গত রোববার দুপুর ২টায় রহিমপুর ইউনিয়নের চৈত্রঘাট বাজারে এ ঘটনা ঘটে। নিহত নাজমুল রহিমপুর ইউনিয়নের প্রতাপী গ্রামের লুকুছ মিয়ার ছেলে। মৌলভীবাজারের কমলগঞ্জ চৈত্রঘাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও রহিমপুর ইউনিয়নের যুবলীগ নেতা। এ দিকে তাঁর মৃত্যুর সংবাদ প্রকাশ হওয়ার পর চৈত্রঘাট বাজার এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়। বিক্ষুব্ধ জনতা ওই দিন একই এলাকার প্রতিপক্ষ জুয়েল আহমদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিচারপতি খুরশীদ আলম সরকারকে অপসারণ

পিস্তল দিয়ে বাবলার পিঠে এলোপাতাড়ি গুলি করে মুহূর্তেই সটকে পড়ে মুখোশধারীরা

চট্টগ্রামে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ

গভীর রাতে পিনাকীর বাড়ির সামনে আগুন জ্বেলে মোবাইল ফোনে ছবি তুলে চলে গেল দুই যুবক

পাঁচ শরিয়াহ ব্যাংকের ৭৫ লাখ গ্রাহকের আমানত কী নিরাপদ, যা জানালেন গভর্নর

এলাকার খবর
Loading...