মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের চৈত্রঘাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও স্থানীয় যুবলীগ নেতা নাজমুল হত্যা মামলার প্রধান আসামি তাফাজ্জুল আলী (৩৫) ও খালেদা নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে গেল মঙ্গলবার মামলার আসামি আমির হোসেন ওরফে হীরা (৪০) ও জুয়েল মিয়াকে (৩৫) গ্রেপ্তার করা হয়। এ নিয়ে মামলার এজাহারভুক্ত তিনজন ও অজ্ঞাতনামা একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান।
মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি তাফাজ্জুল আলী ও অন্য একজনকে গভীর রাতে ঢাকার কমলাপুর থেকে গ্রেপ্তার করে পুলিশ। মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার মুজাহিদুল ইসলামের নেতৃত্বে একটি টিম এতে অংশগ্রহণ করে। এ সময় তাঁর কাছ থেকে একটি পাসপোর্ট, বিদেশ যাওয়ার টিকিট, ভিসা ও বেশ কিছু সিম উদ্ধার করা হয়।
এ দিকে বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, আজ মামলার প্রধান আসামি তাফাজ্জুলসহ এজাহারভুক্ত তিন ও অজ্ঞাত একজন নিয়ে মোট চারজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিদ্রুত এই মামলার সকল আসামিদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হবে। চৈত্রঘাট বাজার নিয়ে সমস্যা হত্যাকাণ্ডের মূল কারণ।
এর আগে গত বুধবার সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার। নিহত নাজমুল হাসানের বাড়িতে গিয়ে পরিবার সদস্যদের সঙ্গে কথা বলে সান্ত্বনা জানান এবং এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেন।
প্রসঙ্গত, গত রোববার (৩১ অক্টোবর) দুপুর ২টায় একটি কালো মাইক্রোবাসযোগে দুর্বৃত্তরা চৈত্রঘাট বাজারে এসে হঠাৎ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও স্থানীয় যুবলীগ নেতা নাজমুল হাসানকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টায় তাঁর মৃত্যু হয়। নিহত নাজমুল হাসান রহিমপুর ইউনিয়নের লুকুস মিয়ার ছেলে।
এ ঘটনায় নিহতের ভাই শামসুল মিয়া বাদী হয়ে গেল সোমবার ১৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনার পর থেকে আত্মগোপনে থাকেন প্রধান আসামি তাফাজ্জুলসহ অন্যান্য আসামিরা।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের চৈত্রঘাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও স্থানীয় যুবলীগ নেতা নাজমুল হত্যা মামলার প্রধান আসামি তাফাজ্জুল আলী (৩৫) ও খালেদা নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে গেল মঙ্গলবার মামলার আসামি আমির হোসেন ওরফে হীরা (৪০) ও জুয়েল মিয়াকে (৩৫) গ্রেপ্তার করা হয়। এ নিয়ে মামলার এজাহারভুক্ত তিনজন ও অজ্ঞাতনামা একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান।
মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি তাফাজ্জুল আলী ও অন্য একজনকে গভীর রাতে ঢাকার কমলাপুর থেকে গ্রেপ্তার করে পুলিশ। মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার মুজাহিদুল ইসলামের নেতৃত্বে একটি টিম এতে অংশগ্রহণ করে। এ সময় তাঁর কাছ থেকে একটি পাসপোর্ট, বিদেশ যাওয়ার টিকিট, ভিসা ও বেশ কিছু সিম উদ্ধার করা হয়।
এ দিকে বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, আজ মামলার প্রধান আসামি তাফাজ্জুলসহ এজাহারভুক্ত তিন ও অজ্ঞাত একজন নিয়ে মোট চারজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিদ্রুত এই মামলার সকল আসামিদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হবে। চৈত্রঘাট বাজার নিয়ে সমস্যা হত্যাকাণ্ডের মূল কারণ।
এর আগে গত বুধবার সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার। নিহত নাজমুল হাসানের বাড়িতে গিয়ে পরিবার সদস্যদের সঙ্গে কথা বলে সান্ত্বনা জানান এবং এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেন।
প্রসঙ্গত, গত রোববার (৩১ অক্টোবর) দুপুর ২টায় একটি কালো মাইক্রোবাসযোগে দুর্বৃত্তরা চৈত্রঘাট বাজারে এসে হঠাৎ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও স্থানীয় যুবলীগ নেতা নাজমুল হাসানকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টায় তাঁর মৃত্যু হয়। নিহত নাজমুল হাসান রহিমপুর ইউনিয়নের লুকুস মিয়ার ছেলে।
এ ঘটনায় নিহতের ভাই শামসুল মিয়া বাদী হয়ে গেল সোমবার ১৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনার পর থেকে আত্মগোপনে থাকেন প্রধান আসামি তাফাজ্জুলসহ অন্যান্য আসামিরা।
মৌলভীবাজারের সৌন্দর্য বাড়িয়েছে নদী আর ছড়া। এ জেলায় রয়েছে কয়েক শ ছড়া। কিন্তু সিলিকা বালু লুটের কারণে এসব ছড়া শ্রীহীন হয়ে পড়ছে। বিপন্ন হচ্ছে পরিবেশ। এখানকার অর্ধশতাধিক ছড়া থেকে রাতের আঁধারে একটি মহল বালু উত্তোলন করে বিক্রি করছে বলে অভিযোগ পাওয়া গেছে; কিন্তু তা ঠেকানোর দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। প্রশাস
১ ঘণ্টা আগেসন্ত্রাসী কার্যকলাপের জন্য চাঁপাইনবাবগঞ্জের এক বিএনপি নেতা আগ্নেয়াস্ত্র সরবরাহ করেছেন বলে অভিযোগ উঠেছে। এ-সংক্রান্ত তিনজনের একটি ফোনকল রেকর্ড ছড়িয়ে পড়েছে। এ ফোনকল রেকর্ড নিয়ে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে।
১ ঘণ্টা আগেটাঙ্গাইলের মির্জাপুরে বছরে জমির নামজারি বা খারিজ হয় ৭ হাজারের অধিক। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বা এসি ল্যান্ড কার্যালয়ের এলআর (লোকাল রিলেশনস) ফান্ডের নামে নেওয়া হয় ২ হাজার টাকা। সেই সঙ্গে পৌর ও ইউনিয়ন ভূমি অফিসগুলোর কন্টিনজেন্সি বিলের (খাতা, কলমসহ আনুষঙ্গিক খরচ) জন্য বরাদ্দ আসে বছরে সাড়ে ৩ থেকে ৫
২ ঘণ্টা আগেকৃষি ব্যাংকের খুলনার পূর্ব রূপসা শাখা থেকে লকার ভেঙে কয়েক লাখ টাকা নিয়ে গেছে সংঘবদ্ধ চোরেরা। শুক্রবার রাতে বিষয়টি ধরা পড়ে। বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার রাত সাড়ে ১০টার মধ্যে কোনো এক সময়ে এ চুরির ঘটনা ঘটতে পারে বলে পুলিশের ধারণা। ব্যাংক এবং আশপাশের ভিডিও ফুটেজ সংগ্রহ করে চোরদের শনাক্ত করার চেষ্টা
৩ ঘণ্টা আগে