স্যামসাং গ্যালাক্সি এম১৪ ৫জি স্মার্টফোন
যাঁরা অল্প টাকায় মোটামুটি মানের মোবাইল ফোন কিনতে চান, তাঁদের জন্য স্যামসাং আনছে ফিচার প্যাকড স্মার্টফোন। এর মডেল গ্যালাক্সি১৪ ৫জি। স্যামসাং গ্যালাক্সি এম১৪ ৫জি স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে ৫এনএম এক্সাইনস ১৩৩০ চিপসেট। এটি মোবাইল ফোনটিতে দেবে মসৃণ কর্মক্ষমতা এবং কার্যকরী পাওয়ার ম্যানেজমেন্ট সিস্টেম।