Ajker Patrika

অপো ওয়াচ ৪ প্রো

প্রযুক্তি ডেস্ক
অপো ওয়াচ ৪ প্রো

স্মার্টওয়াচ এখন দৈনন্দিন জীবনের অন্যতম অনুষঙ্গ। গত ২৯ আগস্ট চীনের বাজারে এল নতুন স্মার্টওয়াচ অপো ওয়াচ ৪ প্রো। ডিজিটাল এই হাতঘড়ি আনছে জনপ্রিয় মোবাইল প্রস্তুতকারী সংস্থা অপো। এটি হার্ট রেট, রক্তে অক্সিজেনের পরিমাণ, শরীরের তাপমাত্রা কিংবা ঘুমের পরিমাণ জানানোসহ স্বাস্থ্যসংক্রান্ত বিভিন্ন তথ্য দেবে।

অপো ওয়াচ ৪ প্রো স্মার্টওয়াচটিতে ৩১৬ স্টেইনলেস স্টিল আয়তক্ষেত্রাকার সিরামিক বেইসড ডায়াল রয়েছে। এলটিপিও অ্যামোলিড ১.৯১ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ঘড়িটিতে।

এ স্মার্টওয়াচ চলবে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ডব্লিউ৫ জেনারেশন ১ এবং বিইএস ২৭০০সহ ডুয়েল চিপসেটে। এটির রেজল্যুশন ৩৭৮x৪৯৬ পিক্সেল। এর পিক্সেল ঘনত্ব ৩২৬ পিপিআই। এতে রয়েছে ১ জিবি র‌্যাম এবং ৩২ জিবি ইনবিল্ট স্টোরেজ।

৫৭০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং এতে রয়েছে অপটিক্যাল হার্ট রেট সেন্সর, এসপিও২, ইসিজি। পানি প্রতিরোধের জন্য এর একটি ৫ এটিএম রেটিং রয়েছে। এতে দুটোর ৫ এবং এএফসি কানেকশনও দেওয়া হয়েছে। এ ছাড়া থাকবে ব্লাড ও অক্সিজেন সেন্সর।

অপো ওয়াচ ৪ প্রো হাতে পরে থাকার সময় তাপমাত্রা সেন্সরের সাহায্যে এটি শরীরের তাপমাত্রা বলে দিতে পারবে। ইসিজি সেন্সরের সাহায্যে সঠিক হেলথ ট্র্যাকিং করবে এটি।

সূত্র: বাজেটকে, গিজমো চায়না

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত