Ajker Patrika

১ কোটি পিক্সেল ফোন বিক্রি করেছে গুগল

আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ২০: ২৪
১ কোটি পিক্সেল ফোন বিক্রি করেছে গুগল

স্মার্টফোন বিক্রির ক্ষেত্রে অন্যান্য কোম্পানির চেয়ে পিছিয়ে ছিল গুগলের পিক্সেল। তারপরও বিশ্বজুড়ে প্রায় ১ কোটির মতো পিক্সেল স্মার্টফোন বিক্রি করেছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশনের (আইডিসি) ভাইস প্রেসিডেন্ট ফ্র্যান্সিসকো জেরোনিমো বলেন, ২০১৬ সাল থেকে পিক্সেল নামে নতুন ডিভাইস বিক্রি করছে গুগল। কোম্পানিটি এ পর্যন্ত ৩ কোটি ৭৯ লাখ পিক্সেল ডিভাইস বিক্রি করেছে। 

গত বছর কোম্পানিটি ফোন বিক্রির ৩ কোটি মাইলফলক ছুঁয়েছে, যা পিক্সেল ডিভাইসের ক্ষেত্রে সবচেয়ে ভালো বছর। গুগল পিক্সেল ৭ বাজারে ছাড়ার পর যুক্তরাষ্ট্র ও জাপানের বাজারে এর চাহিদা বেড়ে যায়। 

আইডিসির মতে, যেসময় অ্যান্ড্রয়েড ফোন বিক্রির সংখ্যা কমে গিয়েছিল, সেসময় পিক্সেল ডিভাইসের বিক্রি বেড়ে যায়। 

এ বছরের জুলাইতে গুগলের সবচেয়ে বড় বাজার ছিল জাপান যা অ্যাপলের আইফোনের সঙ্গে পাল্লা দেয়। গুগল পিক্সেল ৮ ও গুগল পিক্সেল ৮ প্রো সবচেয়ে দ্রুত ক্রেতাদের আকর্ষিত করেছে। এআই ভিত্তিক অভিনব ফিচারের সঙ্গে উন্নত ক্যামেরা সেটআপ, নতুন জি৩ চিপসেট ও ৭ বছরের অপারেটিং সিস্টেম আপডেটের বিষয়গুলোর জন্য স্মার্টফোন বিক্রির প্রতিযোগিতায় গুগল পিক্সেল এগিয়ে থাকবে বলে ধারণা করা হচ্ছে। 

গত সপ্তাহে ‘মেড বাই গুগল ২০২৩’ ইভেন্টে গুগল পিক্সেল ৮ ও গুগল পিক্সেল ৮ প্রো ডিভাইস দুটি উন্মোচন করা হয়। এরপর থেকেই ডিভাইসগুলো নিয়ে ক্রেতাদের আগ্রহ বাড়ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত