অসুস্থ হওয়াকে নিষিদ্ধ করল ইতালির একটি শহর
সিএনএন জানিয়েছে, বেলকাস্ত্রোর মেয়র আন্তোনিও টর্চিয়া শহরের স্বাস্থ্যসেবার অপ্রতুলতার ওপর আলোকপাত করার জন্য ব্যতিক্রমী এই পদক্ষেপ নিয়েছেন। স্থানীয় গণমাধ্যমকে তিনি বলেছেন, ‘আমরা এই আদেশটিকে মজা হিসেবে নিচ্ছি, তবে এর পেছনে গভীর বার্তা রয়েছে।’