গাংনীর বাজারে নতুন মাছ ‘রকেট ইলিশ’
বাজারে গেলে হরহামেশায় দেখা মেলে রুই, কাতল, বোয়াল, চিতলসহ নানা ধরনের দেশীয় ও সামুদ্রিক মাছ। তবে কেউ কী কখনো রকেট ইলিশ নামের কোনো মাছের নাম শুনেছেন? সম্প্রতি মেহেরপুরের গাংনী উপজেলায় বাজারে দেখা গেছে রকেট ইলিশ মাছের। অচেনা এই মাছটি দেখতে অনেকে ভিড় করেন বাজারে। বিস্মিত হন এলাকাবাসী।