দেবীকে দেখে ফেরার পথে লুধিয়ানায় শিশুসহ নিহত ৬, নিখোঁজ আরও ৫
নয়না দেবীর দর্শন সেরে পূজা দিয়ে ফিরছিলেন। কিন্তু ভক্তিভরা সেই যাত্রাপথ শেষ হলো না অনেকের। পাঞ্জাবের লুধিয়ানা জেলায় গতকাল রোববার রাতে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। তীর্থদর্শন শেষে ফিরছিলেন ২৫ জন পুণ্যার্থীকে নিয়ে একটি মিনি ট্রাক। ওভারটেক করতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান, আর সোজা গাড়িটি পড়ে যায় পানিস