চাহিদা দ্বিগুণ, মেহেদি চাষিদের চোখেমুখে ঈদের আনন্দ
মেহেদি গাছ থেকে শাখা সংগ্রহের কাজ করেন মূলত পুরুষেরা। আর সেগুলো ঝারাই বাছাই করে আঁটি বাঁধেন মেয়েরা। গৃহিণী মরিয়ম আক্তার বলেন, ‘বাড়ির কাজের ফাঁকে ফাঁকে আমরা মেহেদি গাছের ডালগুলো ছোট ছোট আঁটি বাঁধি। সেগুলো বিকালে পাইকাররা এসে কিনে নিয়ে যায়। তারা ঢাকায় বিক্রি করে।’