যত্রতত্র যাত্রী ওঠানো-নামানো, হ্যালো বাইকে বাড়ছে দুর্ঘটনা
মানিকগঞ্জের হরিরামপুরে হ্যালো বাইকের দুপাশ দিয়েই যাত্রী ওঠা-নামা করায় বাড়ছে দুর্ঘটনা। অথচ মানিকগঞ্জ শহরের হ্যালো বাইকের একপাশ দিয়ে যাত্রী ওঠা-নামা, আর অন্য পাশে লোহার রড বা স্টিলের পাইপ দিয়ে আটকানো থাকে।