Ajker Patrika

নির্বাচন ঘিরে করোনার সংক্রমণ বাড়তে পারে

মানিকগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১৩: ৪৭
নির্বাচন ঘিরে করোনার সংক্রমণ বাড়তে পারে

ইউনিয়ন পরিষদের (ইউপি) চলমান নির্বাচনে করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করেছেন মানিকগঞ্জ-৩ আসনের সাংসদ ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। গতকাল শনিবার বেলা সাড়ে ১২টায় সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। মানিকগঞ্জ সদর উপজেলার গড়াপাড়া ইউনিয়নের শুভ্র সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীরা একজন আরেক জনের সঙ্গে কোলাকুলি করবেন, মিছিল-মিটিং করবেন। সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করবেন। স্বাস্থ্যবিধি মেনে চলবেন না। এতে করোনা ঝুঁকি রয়ে যায়। নির্বাচনের মাধ্যমে যাতে মরণঘাতী করোনা বৃদ্ধি না পায়, সে বিষয়ে আমাদের লক্ষ রাখতে হবে।’

জাহিদ মালেক বলেন, ‘দলের মনোনীত প্রার্থীর বিরোধিতা করা মানে প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সঙ্গে বিরোধিতা করা। এই বিরোধিতাকারীদের কোনোভাবেই বরদাশত করা হবে না। দল যাকে মনোনয়ন দেবে সবাই মিলে তার পক্ষেই কাজ করতে হবে।’

সাংসদ জাহিদ মালেক বলেন, ‘আমাদের রাজনীতির প্রতিপক্ষ আমরা নই। আমাদের রাজনীতির প্রতিপক্ষ স্বাধীনতা বিরোধীরা। এই বিরোধী শক্তিরাই দুর্গাপূজার সময় তাণ্ডব চালিয়ে দেশের বিভিন্ন স্থানে প্রতিমা, মন্দির, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন। তারা দেশের ভাবমূর্তি বিনষ্টসহ দেশের উন্নয়ন কর্মকাণ্ড স্থবির করার গভীর ষড়যন্ত্র করেছেন। সেই ষড়যন্ত্র এখনো চলছে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘মরণঘাতী করোনা নিয়ন্ত্রণ না হলে আমাদের দেশের অর্থনীতির চাকা স্থবির হয়ে যাবে। লেখাপড়া, স্বাস্থ্যসেবাসহ উন্নয়ন কর্মকাণ্ড বন্ধ হয়ে যাবে। আমাদের দেশে করোনায় মৃত্যুর হার অনেক দিন ধরেই সিঙ্গেল ডিজিটে নেমে এসেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এবার ভোট বয়কট প্রগতিশীলদের, পুনর্নির্বাচন দাবি

স্বাস্থ্য খাতে দুর্নীতির হোতা মোতাজ্জেরুল ইসলাম মিঠু গ্রেপ্তার

নতুন ট্রেন্ড ন্যানো ব্যানানা, নিজের থ্রিডি ফিগারিন বানাবেন যেভাবে

ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী চার্লি কার্ককে গুলি করে হত্যা

প্রশাসনের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ ছাত্রদল সমর্থিত ভিপির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত