৩০০ বছরের জামাই মেলা
মানিকগঞ্জের ঘিওরে শুরু হয়েছে প্রায় ৩০০ বছরের ঐতিহ্যবাহী জামাই মেলা। গতকাল বুধবার উপজেলায় পয়লা ইউনিয়নের বাঙ্গালা স্কুল মাঠে মেলাটি শুরু হয়েছে, যা আজ বৃহস্পতিবারও চলবে। দোলপূর্ণিমা উপলক্ষে প্রতিবছর এখানে দুই দিনব্যাপী এ মেলা বসে। জামাই মেলা ছাড়াও এটি স্থানীয়ভাবে বউ মেলা, বাঙ্গালা মেলা বা মাছের মেলা না