সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের সাটুরিয়ার বরাইদ ইউনিয়নের নির্বাচিত এক ইউপি সদস্যকে শ্বাসরুদ্ধ করে হত্যার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকালে একটি ধানখেতের পাশে ওই ইউপি সদস্যের মরদেহ দেখতে পান স্থানীয়রা।
নিহত ইউপি সদস্য পাতিলাপাড়া গ্রামের দারোগা আলীর ছেলে ফরহাদ মিয়া (৫৩)। এ ঘটনায় থানা-পুলিশ, সিআইডিসহ পুলিশের বিভিন্ন টিম তদন্তের ব্যাপারে কাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় মেশিনের তেল আনার জন্য দোকান যান তিনি। এরপর আর বাড়িতে ফেরেননি। পরিবারের লোকজন রাতে এলাকার আশপাশে তাঁকে অনেক খোঁজাখুঁজি করেন।
নিহত ইউপি সদস্যের সহযোগী ফারুক (৩০) বলেন, ‘রাতে নিহত ইউপি সদস্যকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি। একটি অপরিচিত নম্বর থেকে রাত প্রায় সাড়ে ১০টার দিকে তাঁকে ফোন করি। কিন্তু ফোন রিসিভ করে তিনি কথা বলেননি। এরপর থেকেই তাঁর ফোন নম্বর বন্ধ পাচ্ছি। সকাল ৬টার দিকে খবর শুনি, ইবাদতের বাড়ির ধানখেতের পাশে কে বা কারা খুন করে ইউপি সদস্যের মরদেহ ফেলে রেখে গেছে।
এ বিষয়ে নিহত ইউপি সদস্যের মেয়ে ফরিদা বলেন, ‘গতকাল বুধবার সন্ধ্যায় দোকান থেকে তেল আনার জন্য বাড়ি থেকে বের হয়ে আর ঘরে ফেরেননি বাবা। সারা রাত খোঁজাখুঁজি করে বিভিন্ন স্থানে যোগাযোগ করেও কোনো সন্ধান পাইনি। পরে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে আজ বৃহস্পতিবার সকালে ইবাদতের বাড়ির কাছে ধানখেতের পাশে দেখি সারা শরীরে মাটি জড়ানো বাবার মরদেহ।’
এ বিষয়ে মানিকগঞ্জ জেলা পিবিআই টিমের এসআই সামরুল ইসলাম জানান, কী কারণে বা কারা হত্যা করেছে—এ তথ্য এখনো জানা যায়নি। তবে তাঁকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এবং আলামত সংগ্রহ করা হচ্ছে। এর মধ্যে আমাদের টিমের কনস্টেবল আলমগীর হোসেন ধানখেতের ভেতর থেকে নিহতের মোবাইল উদ্ধার করেছেন। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে তদন্তের মাধ্যমে খুনিকে শনাক্ত করা হবে। এ ছাড়া মরদেহ ময়নাতদন্তের পর বিস্তারিত তথ্য জানা যাবে।
মানিকগঞ্জের সাটুরিয়ার বরাইদ ইউনিয়নের নির্বাচিত এক ইউপি সদস্যকে শ্বাসরুদ্ধ করে হত্যার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকালে একটি ধানখেতের পাশে ওই ইউপি সদস্যের মরদেহ দেখতে পান স্থানীয়রা।
নিহত ইউপি সদস্য পাতিলাপাড়া গ্রামের দারোগা আলীর ছেলে ফরহাদ মিয়া (৫৩)। এ ঘটনায় থানা-পুলিশ, সিআইডিসহ পুলিশের বিভিন্ন টিম তদন্তের ব্যাপারে কাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় মেশিনের তেল আনার জন্য দোকান যান তিনি। এরপর আর বাড়িতে ফেরেননি। পরিবারের লোকজন রাতে এলাকার আশপাশে তাঁকে অনেক খোঁজাখুঁজি করেন।
নিহত ইউপি সদস্যের সহযোগী ফারুক (৩০) বলেন, ‘রাতে নিহত ইউপি সদস্যকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি। একটি অপরিচিত নম্বর থেকে রাত প্রায় সাড়ে ১০টার দিকে তাঁকে ফোন করি। কিন্তু ফোন রিসিভ করে তিনি কথা বলেননি। এরপর থেকেই তাঁর ফোন নম্বর বন্ধ পাচ্ছি। সকাল ৬টার দিকে খবর শুনি, ইবাদতের বাড়ির ধানখেতের পাশে কে বা কারা খুন করে ইউপি সদস্যের মরদেহ ফেলে রেখে গেছে।
এ বিষয়ে নিহত ইউপি সদস্যের মেয়ে ফরিদা বলেন, ‘গতকাল বুধবার সন্ধ্যায় দোকান থেকে তেল আনার জন্য বাড়ি থেকে বের হয়ে আর ঘরে ফেরেননি বাবা। সারা রাত খোঁজাখুঁজি করে বিভিন্ন স্থানে যোগাযোগ করেও কোনো সন্ধান পাইনি। পরে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে আজ বৃহস্পতিবার সকালে ইবাদতের বাড়ির কাছে ধানখেতের পাশে দেখি সারা শরীরে মাটি জড়ানো বাবার মরদেহ।’
এ বিষয়ে মানিকগঞ্জ জেলা পিবিআই টিমের এসআই সামরুল ইসলাম জানান, কী কারণে বা কারা হত্যা করেছে—এ তথ্য এখনো জানা যায়নি। তবে তাঁকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এবং আলামত সংগ্রহ করা হচ্ছে। এর মধ্যে আমাদের টিমের কনস্টেবল আলমগীর হোসেন ধানখেতের ভেতর থেকে নিহতের মোবাইল উদ্ধার করেছেন। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে তদন্তের মাধ্যমে খুনিকে শনাক্ত করা হবে। এ ছাড়া মরদেহ ময়নাতদন্তের পর বিস্তারিত তথ্য জানা যাবে।
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
২২ দিন আগেসবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৪ জুলাই ২০২৫এবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১২ জুলাই ২০২৫মোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
০৫ জুলাই ২০২৫