সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের সিঙ্গাইরে আত্মসেবা ফাউন্ডেশন নামে একটি ভুয়া এনজিও গ্রাহকের প্রায় ২০ লাখ টাকা নিয়ে উধাও হয়ে গেছে। এনজিওটি পালিয়ে যাওয়ার খবরে সিঙ্গাইর পৌরসভার আজিমপুর এলাকার ওই অফিসে ভিড় করছেন প্রতারিত গ্রাহকেরা। আজ সোমবার দুপুরে প্রতিষ্ঠানটির অফিসে গেলে তালা ঝুলতে দেখা যায়। কর্মকর্তাদের ব্যবহৃত মোবাইল নম্বরটিও বন্ধ পাওয়া যায়। প্রতারিত গ্রাহকেরা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
ভুক্তভোগীরা জানিয়েছেন, প্রায় ১৫-২০ দিন আগে সিঙ্গাইর পৌর এলাকার আজিমপুরের আবুল হোসেনের দোতলা বাড়ি ভাড়া নেয় অজ্ঞাত ৫-৭ জন যুবক। ওই বাড়িতে আত্মসেবা ফাউন্ডেশনের নামে একটি সাইনবোর্ড টানিয়ে ঋণদানের নামে গ্রাহকদের কাছ থেকে সঞ্চয় সংগ্রহ শুরু করেন। এনজিওটি ঋণগ্রহীতাদের খুঁজে খুঁজে ১০ শতাংশ হারে অগ্রিম সঞ্চয় সংগ্রহ করেন। কাউকে ১০ লাখ টাকা ঋণ দেওয়ার কথা বলে ১ লাখ টাকা, আবার কাউকে ৫ লাখ টাকা ঋণ দেওয়ার কথা বলে ৫০ হাজার টাকা অগ্রিম সঞ্চয় সংগ্রহ করে সংস্থাটি। এনজিওটি পুরো উপজেলা থেকে প্রায় ২০ লাখ টাকা হাতিয়ে নেয়। এরপর গতকাল রোববার বিষয়টি জানাজানি হলে আজ সোমবার সকালে অফিসে তালা দিয়ে পালিয়ে যায় তারা।
বাইমাইল এলাকার ভুক্তভোগী ইউসুফ খান বলেন, ‘আত্মসেবা ফাউন্ডেশনের ব্রাঞ্চ ম্যানেজার ফয়সাল আহাম্মেদ ১০ লাখ টাকা ঋণ দেওয়ার কথা বলে ১ লাখ টাকা সঞ্চয় দাবি করেন। আমি তাঁকে ৮০ হাজার ৫০০ টাকা পরিশোধ করি। বাকি টাকা পরে দেওয়ার কথা ছিল। আগামী বুধবার আমাকে ঋণ দেওয়ার কথা। আজকে ফয়সাল আহামেদের মোবাইল ফোন বন্ধ পেয়ে অফিসে এসে দেখি অফিসও বন্ধ।’
নূরজাহান বেগম নামে আরেক গ্রাহক বলেন, ‘৫ লাখ টাকা ঋণ দেওয়ার কথা বলে ছবি, আইডি কার্ড, একটি ফরম পূরণ করে নিয়ে যায় তারা। সেই সঙ্গে অগ্রিম সঞ্চয় হিসেবে ৫০ হাজার টাকাও জমা দিই। এক সপ্তাহ পরে ঋণ দেওয়ার কথা।’
বাড়ির মালিক আবুল হোসেনের স্ত্রী বলেন, ‘মাসে ১০ হাজার টাকা ভাড়ার কথা বলে অন্য জেলার ৫-৭ জন অজ্ঞাত ব্যক্তি আমাদের একটি ফ্ল্যাট ভাড়া নেয়। আগামী মাসের ৫ তারিখে তাদের পরিচয়পত্র ও এনজিওর কাগজপত্র দেবে বলে জানায়। হঠাৎ করে আজ তারা পালিয়ে গেছে।’
সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্লা আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
মানিকগঞ্জের সিঙ্গাইরে আত্মসেবা ফাউন্ডেশন নামে একটি ভুয়া এনজিও গ্রাহকের প্রায় ২০ লাখ টাকা নিয়ে উধাও হয়ে গেছে। এনজিওটি পালিয়ে যাওয়ার খবরে সিঙ্গাইর পৌরসভার আজিমপুর এলাকার ওই অফিসে ভিড় করছেন প্রতারিত গ্রাহকেরা। আজ সোমবার দুপুরে প্রতিষ্ঠানটির অফিসে গেলে তালা ঝুলতে দেখা যায়। কর্মকর্তাদের ব্যবহৃত মোবাইল নম্বরটিও বন্ধ পাওয়া যায়। প্রতারিত গ্রাহকেরা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
ভুক্তভোগীরা জানিয়েছেন, প্রায় ১৫-২০ দিন আগে সিঙ্গাইর পৌর এলাকার আজিমপুরের আবুল হোসেনের দোতলা বাড়ি ভাড়া নেয় অজ্ঞাত ৫-৭ জন যুবক। ওই বাড়িতে আত্মসেবা ফাউন্ডেশনের নামে একটি সাইনবোর্ড টানিয়ে ঋণদানের নামে গ্রাহকদের কাছ থেকে সঞ্চয় সংগ্রহ শুরু করেন। এনজিওটি ঋণগ্রহীতাদের খুঁজে খুঁজে ১০ শতাংশ হারে অগ্রিম সঞ্চয় সংগ্রহ করেন। কাউকে ১০ লাখ টাকা ঋণ দেওয়ার কথা বলে ১ লাখ টাকা, আবার কাউকে ৫ লাখ টাকা ঋণ দেওয়ার কথা বলে ৫০ হাজার টাকা অগ্রিম সঞ্চয় সংগ্রহ করে সংস্থাটি। এনজিওটি পুরো উপজেলা থেকে প্রায় ২০ লাখ টাকা হাতিয়ে নেয়। এরপর গতকাল রোববার বিষয়টি জানাজানি হলে আজ সোমবার সকালে অফিসে তালা দিয়ে পালিয়ে যায় তারা।
বাইমাইল এলাকার ভুক্তভোগী ইউসুফ খান বলেন, ‘আত্মসেবা ফাউন্ডেশনের ব্রাঞ্চ ম্যানেজার ফয়সাল আহাম্মেদ ১০ লাখ টাকা ঋণ দেওয়ার কথা বলে ১ লাখ টাকা সঞ্চয় দাবি করেন। আমি তাঁকে ৮০ হাজার ৫০০ টাকা পরিশোধ করি। বাকি টাকা পরে দেওয়ার কথা ছিল। আগামী বুধবার আমাকে ঋণ দেওয়ার কথা। আজকে ফয়সাল আহামেদের মোবাইল ফোন বন্ধ পেয়ে অফিসে এসে দেখি অফিসও বন্ধ।’
নূরজাহান বেগম নামে আরেক গ্রাহক বলেন, ‘৫ লাখ টাকা ঋণ দেওয়ার কথা বলে ছবি, আইডি কার্ড, একটি ফরম পূরণ করে নিয়ে যায় তারা। সেই সঙ্গে অগ্রিম সঞ্চয় হিসেবে ৫০ হাজার টাকাও জমা দিই। এক সপ্তাহ পরে ঋণ দেওয়ার কথা।’
বাড়ির মালিক আবুল হোসেনের স্ত্রী বলেন, ‘মাসে ১০ হাজার টাকা ভাড়ার কথা বলে অন্য জেলার ৫-৭ জন অজ্ঞাত ব্যক্তি আমাদের একটি ফ্ল্যাট ভাড়া নেয়। আগামী মাসের ৫ তারিখে তাদের পরিচয়পত্র ও এনজিওর কাগজপত্র দেবে বলে জানায়। হঠাৎ করে আজ তারা পালিয়ে গেছে।’
সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্লা আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
নারায়ণগঞ্জের ফতুল্লায় নালা থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৪৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ফতুল্লার পশ্চিম শিহাচর নূর মসজিদ সংলগ্ন নালা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগেচট্টগ্রামের আনোয়ারার অবস্থিত কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (কেইপিজেড) পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে দুজন। আজ বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ডাইং কারখানায় গ্যাসের বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলার রূপসী কাজীপাড়া এলাকার মঞ্জু ডাইং অ্যান্ড টেক্সটাইল কারখানায় এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেমামলা, জিডি করে হয়রানির প্রতিকার এবং ৪ দফা দাবি আদায়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) প্রশাসনকে মৃত ঘোষণা করে প্রতীকী কফিন মিছিল করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। গতকাল বুধবার রাতে দাবি না মানা ও প্রশাসনের নিষ্ক্রিয়তার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে কফিন মিছিল ঢাকা-কুয়াকাটা মহাসড়কের পাশে
২ ঘণ্টা আগে