দুই অভিভাবককে মারধর: চেয়ারম্যান, ছাত্রলীগ ও যুবলীগ নেতাসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা
মানিকগঞ্জের হরিরামপুরে ঝিটকা আনন্দমোহন স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদের নির্বাচনে দুই অভিভাবক সদস্যকে বেধড়ক মারধর করা হয়। এ ঘটনায় উপজেলা ভাইস চেয়ারম্যান, জেলা ও উপজেলা ছাত্রলীগসহ যুবলীগের নেতা-কর্মীসহ ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২০-২৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।