Ajker Patrika

ঘিওরে বিলুপ্তপ্রায় ধূইয়া গান শুনতে মানুষের ঢল

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
ঘিওরে বিলুপ্তপ্রায় ধূইয়া গান শুনতে মানুষের ঢল

মানিকগঞ্জের ঘিওরে বিলুপ্তপ্রায় ধূইয়া গানের আসর হয়েছে। উপজেলার বানিয়াজুরী ইউনিয়নে বহুজা প্রবীণ সংঘের উদ্যোগে তিন দিনব্যাপী এই আসর শেষ হয়েছে গতকাল শুক্রবার। স্থানীয় গোয়ালডাঙ্গী বটবৃক্ষের তলায় প্রবীণদের কণ্ঠে ধূইয়া গান শুনতে আসরে জমায়েত হন নানা বয়সী নারী-পুরুষেরা। অনুষ্ঠানে সহযোগিতায় ছিল বেসরকারি উন্নয়ন সংস্থা ‘বারসিক’। 
এ সময় আয়োজকেরা ধূইয়া গান সংরক্ষণে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

আবহমান বাংলায় দুই দশক আগেও আউশ ধানখেতে কাজ করার সময় কৃষকের কণ্ঠে ভেসে আসত ধূইয়া গান। এই গান প্রবীণদের অতীতের স্মৃতি স্মরণ করে দেয়। বিলুপ্তপ্রায় গানগুলো সংরক্ষণ করতে ঘিওরে আয়োজন করা ধূইয়া গানের তিন দিনব্যাপী আসর।

আসরে গান পরিবেশন করেন মো. শাজাহান মিয়া (৭৫), মো. নাসির উদ্দিন (৭৭), আব্দুল বারেক মিয়াসহ (৭০) ধূইয়া গানের বেশ কয়েকজন শিল্পী।বহুজা প্রবীণ সংঘের সভাপতি মো. বাবর আলী ও আয়োজক সংস্থার কর্মকর্তা সুবীর সরকার জানান, হারিয়ে যাওয়া স্মৃতি ফিরিয়ে আনতেই ধূইয়া গানের আয়োজনের উদ্যোগ নেওয়া হয়। ধূইয়া গানগুলোর রেকর্ড থাকলে আগামী দিনের নতুন প্রজন্ম বাংলার সংস্কৃতি সম্পর্কে জানতে পারবে। বাড়বে সাংস্কৃতিক চর্চাও। 

এ বিষয়ে কথা হলে ধূইয়া গানের বয়াতি মো. নাসির উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা যে কয়েকজন বেঁচে আছি, তারা ধূইয়া গানের চর্চা করে তা চালিয়ে যাব। গানগুলো রেকর্ড থাকলে পরবর্তী প্রজন্ম বাংলার ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত